![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরটি আছে আজকের পত্রিকায়, অর্থাৎ ৯ জুলাই ২০১৫ তারিখে দৈনিক প্রথম আলোর ২ নম্বর পৃষ্ঠায়। শিরোণাম করা হয়েছে,
“সংসদে প্রধানমন্ত্রী
এরশাদ ও রওশনকে এক গাড়ি ব্যবহারের পরামর্শ”
শিরোণাম পড়ে প্রথম আলো যা বুঝাতে চেয়েছে তাই-ই মনে হবে, কিন্তু আসলে ঐদিন প্রধানমন্ত্রী কী বলেছেন, বা প্রেক্ষাপটটাই বা কী ছিল? মারাত্মক ট্রাফিক জ্যাম প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলছিলেন, “... জানজটের কারণে আপনার ইফতার অনুষ্ঠানে যেতে পারিনি। যে জানজট ছিল, তাতে ইফতার অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে তারাবির নামাজের সময় হয়ে যেত ...।” জবাবে প্রধানমন্ত্রী মজা করে বলেছেন, “...। এরশাদ সাহেব সেদিন আমার ইফতার পার্টিতে আসলেন। আপনি আসতে পারলেন না। কিন্তু দুজন যদি একটা গাড়িতে আসতেন তাহলে আসতে পারতেন ...।”
প্রধানমন্ত্রীর উপরিউক্ত বক্তব্যের প্রেক্ষিতে কি প্রথম আলোর শিরোণাম ওরকম হতে পারে?
২| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯
প্রামানিক বলেছেন: আপনার বক্তব্য সঠিক। আমি সংসদে ছিলাম এবং দুইজনের বক্তব্যই শুনেছি।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ। জনাব নূর মোহাম্মদকে কী বলতে পারি?
৩| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১১
কলাবাগান১ বলেছেন: এটা যে কত দরকারি তা বুঝার ক্ষমতা প্রথম আলোর নাই।
উন্নত বিশ্বের হাইওয়েতে HOV lane (High Occupancy Vehicle) আছে যেখানে শুধু ২ জন বা তার অধিক প্যাসেন্জার গাড়ীতে থাকলে সেই লেইন ইউজ করতে পারে (রাশ আওয়ারের সময়) । আমরা মাঝে মাঝে ইউজ করি অর্ধেকের ও কম সময় লাগে কমিউট করতে। যদিও মাঝে মাঝে কিছু লোকজন এই রুল টা এবিউজ করতে চায় (লাইফ সাইজ ডল) কিন্তু ধরা পড়লে সর্বোচ্চ ফাইন, আর ক্যামেরা তো আছেই
৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সহজ বিষয়টাকে কঠিন করে বলেছে, আর কী! অর্থও ভিন্ন মনে হয় । এর চেয়েও ভয়াবহ অবস্থা অনলাইন পোর্টালগুলোতে । খবর একটা শিরোনাম আরেকটা । এক পোর্টালে লিখেছিল, আর ফিরলেন না শাবনুর! তার মানে তিনি চিরতরে চলে যাচ্ছেন? আসল খবর আপাতত ফিরছেন না, ছয় মাস পর ফিরবেন । সিরিয়াস অনেক বিষয় নিয়ে পত্রিকাগুলো ভিন্নধর্মী শিরোনাম দেয় । পুরো খবর না পড়লে পাঠক ভুল বোঝে । পাঠক বাড়ানোর জন্য পত্রিকাগুলো অারো হীন পন্থা বেছে নেয় ।
৫| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৮
বিজন শররমা বলেছেন: We have noticed serious deterioration of the intelligence and caliber of the journalists working for Prothom Alo. It is unfortunate.
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: প্যাচাল !!