![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমান্তে হত্যা কোনভাবেই বন্ধ হচ্ছে না। কিছুদিন পরপর হত্যাকাণ্ড ঘটছে। এক্ষেত্রে সবচে বড় অজুহাত গরু পাচার। একদেশে থেকে আরেক দেশে কোনকিছু পাচার করতে হলে দুই দেশের লোকই জড়িত থাকার কথা। তাছাড়া গরু তো কোকেন মারিজুয়ানার মত্ পাচার করা সম্ভব নয়। এতবড় একটা প্রাণী পাচার করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেদের সাথেও হাত করা লাগে নিশ্চয়ই। এটা বলা অত্যুক্তি হবে না যে, গরু পাচারের সাথে বিএসএফ এবং বিজিবিও জড়িত। এটা ছাড়া গরুর মত বিশাল একটা প্রাণী শয়ে শয়ে পাচার করা সম্ভব নয়। দুই দেশের মানুষ ব্যবসাটা করছে, এবং লাভও হচ্ছে উভয় দেশের। ভারতের ইনকাম হচ্ছে, বাংলাদেশে মাংসের চাহিদা রয়েছে, ভারতীয় গরু না আসলে মাংসের দাম বেড়ে যায়। শুধু গরুর মাংসের দাম বাড়ে তা নয়, প্রভাব পড়ে সকল আমীষ জাতীয় খাদ্যের উপর। গরু পাচার হচ্ছে এবং হবে এটা যদি বাস্তবতা হয়, তাহলে শুধু বাংলাদেশের ‘পাচারকারী’ হত্যাকাণ্ডের শিকার হবে কেন? ভারতের পাচারকারীর কী শাস্তি হয়? কখনো কোন ভারতীয় পাচারকারী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে, এমনটি তো কখনো শুনিনি। বাংলাদেশের উচিৎ চাহিদামাফিক গরু চাষ করে ভারতীয় গরুর আমদানী বন্ধ করা। দেশে পর্যাপ্ত গরুর ফার্ম করা সম্ভব। কৃষি ব্যাংক লোন দিয়ে যুব সমাজকে কাজে লাগালে গরু এবং দুধ বরং আমরা একসময় রপ্তানিও করতে পারব।
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১২
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: একটাতে হপে?
২| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৬
ভয়ংকর বিশু বলেছেন: রমজান মাসে সংযম বাদ দিয়ে মাংসের কথা বলেন, আপনে মিয়া একটা পেটুক ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি কাল তেকে একটা গরু পালন শুরু করুন।