![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয় পেয়ো না, নারী,
পুরুষরে ফাঁকি দিয়ে এগিয়ে যাও;
পাহারাদার হিসেবে ওরা যে পরমপিতা
প্রেরণ করেছিল তোমার পিছে পিছে,
সেও আজ তোমার পানিপ্রার্থী!
ভুল করে যে তুমি একদিন
উত্থিত পাথরে ঘটি ভরে দুধ ঢেলেছিলে,
সেই পাগলা পাথরও আজ তোমার পদতলে!
এগিয়ে যাও নারী,
আর পূজো করো না, এবার পূজো চাও।
তোমাকে ফাঁকি দিয়ে মহাশক্তির যে প্রতীক ওরা পাথরে এঁকেছিল,
তাতো তোমার-ই, তাতো তুমি-ই।
©somewhere in net ltd.