![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝতে পারি গভীর ক্ষত তৈরি হয়েছে মনে,
কোনভাবেই উল্লাসে মাততে পারিনে, কিছুতেই না।
শখের সব আয়োজন নিমিষে বিস্বাদ হয়ে যায়,
যেন সকল আপনজন হারিয়েছি জীবনের বাঁকে বাঁকে !
অপ্সরা নন্দিনী আমায় বলেছিল, আরেকটু হাঁটো তবে,
হেঁটেছিলাম বহুদূর সব পিছুটান ফেলে,
সচেতনে হারিয়েছি তাকেও পাবার মুহূর্তে।
যখন সে ফিরল, আমিও ফিরলাম;
এখন সে আমার পিছে, আমি ভাবি সব মিছে।
চারপাশ ঘিরে তোমরা যারা,
সত্যি বলছি, এতটুকুও পাইনে সাড়া।
আছি তবু এখানে
রক্তের ঋণে, তোমাদের প্রয়োজনে।
আমার ফুরিয়েছে সব আশা, ভালবাসার ভাষা;
ক্লান্ত মন বিরাম চায়, জানি না
তবু জেগে আছি অবিরাম কিসের আশায়!
ডাকছে ওপারে একান্ত কোন আপনজনে,
দূরদেশের নির্জন পাহাড়ে, হয়ত অচেনা কোন বনে।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫৪
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ। দেখি, বাকিটুকুও দিবানে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৮
(একজন নিশাদ) বলেছেন: হইলোনা ভাই অর্ধেক দেখায়ে লোভ লাগায় দিলেন।