নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

টুকরো ভাবনা

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০০


এটা বিমুর্ততার যুগ নয়। এটা গোলাপ ফুল হাতে নিয়ে প্রেমিকার পিছনে হেঁটে বেড়ানোর যুগ নয়, বরং এটিএম কার্ড পকেটে পুরে দুই দিনের প্রেমিক/প্রেমিকাকে বোগলদাবা করে সেইন্টমার্টিনে রওনা দেবার যুগ। এতে দোষের কিছু নেই। মানুষ বুঝে গেছে- জীবনটা খুব ছোট, লক্ষ্যে পৌঁছাতে হবে দ্রুত; শুধু ভাবালুতার সময় নেই, তাতে যন্ত্রণা বাড়ে। জীবনটাকে অতি সংক্ষিপ্ত ভাবতে গিয়ে যান্ত্রিকতা তৈরি হয়েছে, একথাও অবশ্য সত্য, তবে তা প্রয়োজনীয় সত্য। ‘দৃষ্টিপাতে’ যাযাবর যে বলেছে ‘বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ’ সে কথাটা খুব মিথ্যে নয়, তবে মানুষ আজীবন এই বেগের সাধনাই করেছে। স্পষ্ট ছিল না যখন কিছু, তখন বিমূর্ত কিছু মানুষের ভাল লাগত, ওটা নিয়ে ভাবত। কবিতার যুগ শেষ হয়েছে, এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানই এখন শ্রেষ্ঠ কবিতা। কবিতায় সৃষ্টির ইঙ্গিত থাকে, তবে তা খুব বেশি প্রাথমিক বলে গণ্য হতে পারে, মানব সভ্যতা ঐ ধাপটা পার করে এসেছে। ভাবা হয়েছে অনেক কিছু, এখন সেগুলো প্রমাণ করার সময়, পরিস্থিতি তাই এখন গবেষক চায়, বিজ্ঞানী চায়; শুধু ভাবুক চায় না।


শুধু মনটা মুক্ত হলে হবে না, ‘দেহও’ মুক্ত হতে হবে। ডোনেটেড হয়ে কিছু করা যাবে না, ডোনার হতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা সবার আগে জরুরী। তাই বলে সবকিছু বিসর্জন দিয়ে নয়, গরিমা এবং সৃজণশীলতা ধরে রেখে সর্বাগ্রে একটি অর্থাবলম্বন তৈরি করতে হবে। সেটির উপর দাঁড়িয়ে কাজ এগিয়ে নিতে হবে। এই অর্থবালম্বন মানে সবসময় বিশাল কিছু নয়, এটি একটি চায়ের দোকানও হতে পারে। হতে পারে বিশাল কোন শিল্প প্রতিষ্ঠানও। যার পক্ষে যেরকম সম্ভব। আমাদের দেশের মুক্তমনারা এই জায়গাটিতে পিছিয়ে আছে। এভাবে হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া-অতঃপর আর্কটিক থেকে এন্টার্কটিকা, আগে কাঠামোগুলো দখল করতে হবে, তারপর তাতে প্রাণ সঞ্চার করতে হবে।


গুরুত্ব নির্ভর করে কথাটি কে বলছে তার উপর, বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্যের উপর নয়। বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ না হয়ে উঠতে পারলে কিছু বলাটা বিব্রতকর। জনগণ আগেই ঠিক করে রাখে যে, তারা কার কাছ থেকে কী শুনবে। সব বুঝেও তো বলে যেতে হবে, সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৭

আহমেদ জী এস বলেছেন: দিব্যেন্দু দ্বীপ ,



টুকরো টাকরা ভালোলাগা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.