![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ববিদ্যালয়ে আমি যে বিভাগটিতে পড়েছি
সেখানে মানুষের চেয়ে জানোয়ারই বেশি,
হ্যাঁ, সে দলে আমিও আছি।
আমি যে হলটিতে ছিলাম
সেখানে মানুষের চেয়ে জানোয়ারই বেশি,
হ্যাঁ, সে দলে আমিও আছি।
আমি যে বিশ্ববিদ্যালয়টিতে পড়েছি
সেখানে মানুষের চেয়ে জানোয়ারই বেশি,
হ্যাঁ, সে দলে আমিও আছি।
আমি যে দেশটিতে আছি,
সেখানে মানুষের চেয়ে জানোয়ারই বেশি,
হ্যাঁ, সে দলে আমিও আছি।
জানোয়ার, কারণ, আমিও আশাবাদী হয়ে বসে আছি।
শিক্ষিত আমি শিখেছি,
“প্রাকৃতির নিয়মে কোটি কোটি বছরে
মরুভূমি বনে, বন সাগরে পরিণত হয়।
জানোয়ার কেন মানুষ হবে না?
হবে একদিন নিশ্চয়ই।”
[কিশোর মিলন হত্যা]
তবুও তোমরা যারা দায় এড়াতে আশাবাদী,
তাদের ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি আমি।
নিশ্চিত জানি-
এসব বেবিচারে অংশীদারিত্ব আছে তোমাদেরও, আমারও।
* ছবি : সংগৃহীত।
* এদেশের প্রতিষ্ঠিত মানুষদের নির্লিপ্ততা এবং দুর্বিষহ আশাবাদের প্রেক্ষিত্রে উপরের লেখা।
[অভিযোগ যদি সত্যও হয়]
আমরা ফুল দেখি, ফুল তুলি, ফুল ছিঁড়ি;
ফুলগাছকে কি অপবাদ দিই?
তোমরা পর্নো দেখো, পর্নো করে, পূর্ণ হও;
পর্নোকারীকে কেন অপবাদ দাও?
* পর্নোর অভিযোগে দিনাজপুরে এক গৃহবধুকে নির্যাতনের প্রেক্ষিতে লেখাটুকু।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৬
আহমেদ রশীদ বলেছেন: জটিল হিসাব