নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

মি. শিপন হাবিব, আমি ভীষণ লজ্জিত, আপনি নিশ্চিয়ই আনন্দিত, নাকি?

৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩১







আপনি খুব আবেগ দিয়ে লিখেছেন শিশুটির কথা। আমি গত কিছুদিন ধরে শিশুটি সম্পর্কে খোঁজখবর রাখছিলাম। আপনি লিখেছেন, শিশুটির বুকের দুধ খাওয়া প্রয়োজন, ঢাকা মেডিকেলে অন্তত একশোজন মাকে অনুরোধ করা হয়েছে, কিন্তু কেউ রাজি হয়নি। বিষয়টা আমার একেবারেই বিশ্বাস হয়নি। তবুও বিশ্বাস করেছি এই বিশ্বাস থেকে যে, এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনি নিশ্চয়ই মিথ্যাচার করবেন না। তারপরেও এতটা নিষ্ঠুর আমি মায়েদের ভাবতে পারেনি, এমনটি সাধারণত হয় না। পিজি হাসপাতালে আমার বাবুকে বুকের দুধ ধার করে খাওয়াতে হয়েছিল। দুইজনে একজন রাজি হয়েছিল। আর এরকম একটি ইস্যুতে কেউ রাজি হল না! সব যুক্তি বিসর্জন দিয়ে তবু মেনে নিয়েছিলাম আপনার বার্তা। আমার দ্বিতীয় সন্দেহের কারণ ছিল- আপনি সহায়তা চেয়েছেন, কিন্তু কোন মোবাইল নম্বর সেখানে দেননি। তাহলে, সহয়তাকারী কার সাথে যোগাযোগ করবে? সদ্যজাত শিশু নিয়ে একজন মা ঢাকা মেডিকেল পর্যন্ত হারা উদ্দেশ্যে যাবে? যদি সেই মুহূর্তে কেউ রিসিভ করার মত না থাকে?
সব যুক্তির মাথা খেয়ে শেষ পর্যন্ত গেলাম, সুবর্ণার আগ্রহ এবং আর এক বন্ধুর (অতশী) অনুরোধে আমি গিয়েছি, নিজে তো দুর্বল ছিলামই। গিয়ে আপনার দেওয়া তথ্যের সাথে কোনকিছুর মিল পেলাম না। যে বিভ্রান্তি আপনি ছড়িয়েছেন-
১। ভুল ঠিকানা দিয়েছেন, শিশুটি আছে সার্জারি বিভাগের ২১২ নম্বর রুমে, কিন্তু আপনি বলেছেন ২০৫ নম্বর রুমের কথা;
২। একশোজন মাকে অনুরোধ করা সত্ত্বেও দুধ খাওয়ায়নি বলে যে তথ্যটি দিয়েছেন সেটিও আপনার মন গড়া;
৩। সমস্যা হলেও বুকের দুধ মিলানোটা আপনি যেভাবে বলেছেন সেভাবে সমস্যা হয়ে দাঁড়ায়নি;
৪। মি। শিপন হাবিব, আপনি নিজে কিন্তু স্পটে যাননি, আপনি যে স্পটে যাননি তার প্রমাণ আ্পনার পোস্টে করা আপনার একটি কমেন্ট রয়েছে;
৫। যে ভয়াবহ কাজ, বলা যেতে পারে, গুণ্ডামি আপনি করেছেন, আপনি ভুয়া ছবি দিয়ে এ ধরনের একটি লেখা পোস্ট করেছেন!

আপনি নিজে একজনকে লিখছেন যে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে গিয়ে শিশুটিকে বুকের দুধ খাওয়াতে চান কিন্তু ডাক্তার আজকে আর দুধ খাওয়াতে মানা করেছে।
শিপন হাবি, আপনি নিজে স্পটে যাননি এবং অনেক প্রয়োজনীয় তথ্য জানা সত্ত্বেও মানুষের সফট্ কর্নার নিতে সেগুলো গোপন করেছন, তার প্রমাণ হিসেবে নিচের স্ক্রিন শটটি দেওয়া হল ।

সর্বশেষ (রাত নয়টায়) পোস্টে উনি শেয়ারকারীদের উদ্দেশ্যে লিখেছেন, উনি শেয়ারকারীদের কাছে ঋণী? কেন তিনি ঋণী? যেহেতু স্পটে যাওয়ার প্রয়োজন তিনি নিজেই বোধ করেননি, তাই এ ধরনের একটি বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্যসম্বলিত আহ্বান তিনি করতে পারেন না, পারেন কি?


স্ক্রিনশটে দেওয়া ছবিগুলো মিলিয়ে দেখুন, সহজেই বোঝা যাবে- এগুলো একই শিশুর ছবি নয়। অর্থাৎ উনি ধারাবাহিতভাবে মেনিপুলেশন করেছেন।

শিপন হাবিব, কেন আপনি এটা করেছেন? প্রচারের লোভে? প্রচার আপনার হয়েছে বিস্তর, প্রায় ৪০০০ শেয়ার। আপনি সন্তুষ্ট নিশ্চয়্ই?
আমি লজ্জিত! ভীষণ লজ্জিত আমি!! একইসাতে আমি একজন ভুক্তভোগীও।

Shepon Habib

[মাগুরায় যুগলীগের দুই গ্রুপের সংঘর্ষের প্রেক্ষিতে হামলায় গর্ভবতী মায়ের পেটে থাকা আহত শিশুর চিকিৎসার কথা উল্লেখ্ করে শিপন হাবিব যে মর্মস্পর্শী লেখাটি লিখেছেন, সেটি বহুলাংশে মিথ্যা। আমি নিজে একজন তার মিথ্যা প্রচারণার শিকার। আমার মত আরো অনেকে সেখানে ছিল। ]

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪০

ঢাকাবাসী বলেছেন: শিপন হাবিব তার অপরাধ স্বীকার করুন বা ব্যাখ্যা দিন। আমরা বড়ই নীচে নেমে গেছি।

২| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৪

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: সে একই ধরণের পোস্ট দিয়েই যাচ্ছে।

৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: সমস্যা বটে

৪| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৮

হাবিবুর রাহমান বাদল বলেছেন: শিপন হাবিবের লজ্জিত হোক বা না হোক সমস্ত জাতি কুত্তালীগের অপকম দেখে লজ্জিত। জন্মের আগেই কুত্তালীগের সন্ত্রাসীদের হামলার শিকার শিশুটির নিকট জাতি হিসাবে আমরা কি জবাব দিব?

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৩

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: এ আলোচনা তো চলছেই, কিন্তু বর্তমান লেখাটির প্রেক্ষিদে আপনার মন্তব্য প্রাসঙ্গিক নয়, এবং বোঝা যাচ্ছে আপনিও দরবাজির দোষে দুষ্ট, নইলে লেখ্য ভাষায় কুত্তালীগ বলার কোন দরকার নেই।

৫| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

হৃদয় ভারাবী বলেছেন: আপনি কি ফেসবুকে এই বিষয়ে মানে এই পোষ্ট টি করেছেন?? উনাকে ট্যাগ করে বা ম্যানশন করে কয়েকটা পোষ্ট করুন, এই সব লোক দের পাল্লায় পড়ে আরো অনেকেই বিভ্রান্তি তে ভুগছেন।
আমি নিজেই একবার রক্ত দিতে গিয়ে এরকম বিভ্রান্তির স্বীকার হয়েছি....
পরে বুঝতে পেরেছি ঐ লোক নিজের প্রচারের জন্য এই কাজ টি করেছেন..

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৪

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: উনি অামার বন্ধু তালিকায় নেই। ওনার টাইমলাইন থেকে শুধু শেয়ার করা যায়।

৬| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩

অলস শরীফ বলেছেন: আমি খুব খুশি বাংলার ছেলেরা এমন ঘটনা যে লক্ষাধিক ঘটিয়ে নোবেল পুরস্কার অর্জন করতে পারবে । কোন বিভ্রান্তি নয় এদেশে প্রতিদিন একশত করে মানুষ মেরে ফেলা দরকার। কারন এদেশের মানুষ আজ মানুষ নেই পশু হয়ে গেছে। আমি দোয়া করি এই সোনার বাংলাদেশে যেন আল্লাহ্ ১০ রিক্টার স্কেলের ভূমিকম্প দেয়।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৫

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: টনাটায় আমি বিস্মিত হয়েছি।

৭| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:১৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: কালকে ফেবুতে আলোরন দেখে চমকে গেছিলাম........চিন্তা করছিলাম ঢাকা মেডিকেলের সব মায়েরা কিভাবে অমানুষ হয়ে যায়.....। ফেবুতে ওনার পোষ্টে দেখি মমতাময়ী কয়েকজন মা তাদের সংসার বাচ্চা রেখে বাচ্চাটার কাছে যেতে আগ্রহী হয়ে উঠেছে.....কেউ কেউ তাদের অফিস থেকে ছুটি নিয়ে বাচ্চাটাকে দুধ খাওয়াতে আসছে......
ওদিকে আবার পত্রিকাতে দেখি বাচ্চাটার মা অলরেডি ঢাকার পথে.......তাই কনফিউজ হয়ে ওই পোষ্টে পত্রিকার লিংকগুলো পোষ্ট করে দিয়েছিলাম.......যাতে কোন মা নতুন করে আবার ছুটি নিয়ে ওখানে না যায়।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৬

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: উনি একদম মন গড়া কথাবার্তা লিখে নিজের প্রচার করেছেন।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৭

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে এমন মিথ্যাচার করায় ওনাকে আইনের আওতায় আনা উচিৎ।

৮| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৭

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে এমন মিথ্যাচার করায় ওনাকে আইনের আওতায় আনা উচিৎ।

৯| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

নৈশ শিকারী বলেছেন: এই অমানুষের নীচতা দেখে ভাষাজ্ঞান হারিয়ে ফেলছি। এই রকম অমানুষকে চিহ্নিত করার জন্য লেখককে ধন্যবাদ।

১০| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৭

প্লাবন২০০৩ বলেছেন: দিব্যেন্দু দ্বীপ বলেছেন: খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে এমন মিথ্যাচার করায় ওনাকে আইনের আওতায় আনা উচিৎ।

সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.