নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

নিজেদের চাপাতির নিচে ঠেলে দেবেন না, প্লিজ

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০১

আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্র এবং ধার্মিকরা যদি মনে করে- কথিত ধর্মাবমাননার দায়ে ওদের খুন করা দরকার, তাহলে খুন তারা হবেই। ঠেকানোর কোন উপায় নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-- এইসব খুনের সাথে রাষ্ট্রযন্ত্রের কোন একটি ইউনিট কোন না কোনভাবে জড়িত। রাষ্ট্র চাইলে যে ধরনের লেখালেখির জন্য খুন করা হচ্ছে, সেইসব লেখালেখি হতে তাদেরকে বিরত রাখার চেষ্টা করতে পারত। তাদেরকে সাবধান করতে পারত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারত। রাষ্ট্র তা না করে ওদেরকে চাপাতির নিচে ঠেলে দিচ্ছে। এতে অবশ্য সাপও মরছে লাঠিও ভাঙছে না।
ধর্ম অবমাননার অভিযোগে কাউকে গ্রেফতার করলে রাষ্ট্রের হয়ত কিছু হ্যাপা আছে। উন্নত বিশ্বের কাছে রাষ্ট্র তাতে কনজারভেটিভ হিসেবে পরিচিতি পায়, এতে রাষ্ট্র চাপে পড়ে, কিছু দান-খয়রাত বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। ধার্মিকরা কুপিয়ে মারলে সে সমস্যা নেই, বরং লাভ হয়; ক্ষমতায় থাকার একটা অজুহাতও সৃষ্টি হয়।
চাইলেই রাষ্ট্র ওদের সতর্ক করতে পারত, গোয়েন্দা বাহিনীর লোক গিয়ে কড়া থ্রেট দিয়ে আসতে পারত, ‘কী কী লেখা যাবে না’ তা বলে আসত পারত। নীলয় নীলের ক্ষেত্রে রাষ্ট্র কী সেসব দায়িত্ব পালন করছিল? যদি না করে থাকে, তাহলে এ খুনের সব দায় রাষ্ট্রকেই নিতে হবে।
একই সাথে প্রথাবিরোদী লেখকদের বলতে চাই, নিজেদের চাপাতির নিচে ঠেলে দেবেন না, প্লিজ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সাদা মনের মানুষ বলেছেন: বিনা বিচারে মানুষ হত্যাকে কিছুতেই মেনে নিতে পারিনা, সেটা যে কোন কারণেই হোক।

২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

রামন বলেছেন: ব্লগারদের মধ্যে একতা নেই৷ তাই তার দুর্বল; অন্যদিকে ধর্মান্ধ ও মৌলবাদী কাপুরুষরা সংঘবদ্ধ, ওরা শক্তিশালী। পৃথিবীতে দুর্বলের উপর শক্তিশালীদের অত্যাচার অনাদিকাল থেকে চলে আসছে। পশ্চিমারা শিক্ষায় ও সভ্যতায় অনেক এগিয়ে তাই সেই অনুপাতে বর্বরতা সেখানে কম৷

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩৪

এস. এম. হাবিবুল্লাহ বলেছেন: লেখকের আমি সহমত পোষণ করছি.....

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একই সাথে প্রথাবিরোদী লেখকদের বলতে চাই, নিজেদের চাপাতির নিচে ঠেলে দেবেন না, প্লিজ
চমৎকার বলেছেন,অনেক গভীর।বোঝে ক'জনা?

@এস. এম. হাবিবুল্লাহ, "আসুন দেখি, হত্যার বিষয়ে ইসলাম কী বলে??'' পোষ্টে আপনার মন্তব্য ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.