নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

সরকারই ওদের চাপাতির নিচে ঠেলে দিয়েছে

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

'ধর্মবমাননা' করে কারা অনলাইনে লেখালেখি করছে, তা সরকার জানে। খুব ভাল করে জানে। হেফাজত তাদের একটি লিস্ট দিয়েছিল, পাশাপাশি সরকারেরও এ বিষয়ে বিশেষ নজরদারী থাকার কথা। তো হেফাজত যখন চুরাশি জনের লিস্টটা দিল, তখন সরকার নিশ্চয় হেফাজতকে একটা বুঝ দিয়েছিল। কী বুঝ দিয়েছিল? সরকার কী বলেছিল, ঠিক আছে তোমরাই ব্যবস্থা নাও? অথবা সরকার কি বলেছিল, না, এরা ধর্ম অবমাননা করে কিছু লিখছে না? অথবা সরকার কি বলেছিল, ঠিক আছে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি? এই তিনটি অপশনের মধ্যে যে কোন একটি বেছে নেওয়া ছাড়া সরকারের কাছে অন্য কোন অপশন থাকার কথা নয়।
আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম, সরকার অন্যভাবে বিষয়টির সুরাহা করতে চেয়েছিল। সেটি কী হতে পারে? হতে পারে- সরকার বিতর্কিত ঐসব ব্লগারদের সাথে যোগাযোগ করে কড়া ভাষায় তাদের থ্রেট দিয়ে ঐসব লেখালেখি বন্ধ করতে বলেছিল। তা কি বলেছিল? এবং যদ্দুর যা লিখেছে তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলে ধার্মিকদের খুন করা হতে বিরত থাকতে বলেছিল। তা কি আসলে বলেছিল? বলেনি। না বলার কারণ কী? তাহলে সরকার কি চেয়েছে, ধার্মিকরা নিজেরাই ব্যবস্থা নিক?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: মনে হচ্ছে হেফাজতের সাথে সরকারের গোপন আঁতাত হয়েছে এই শর্তে যে, ওরা ( হেফাজত ) কিছু ব্লগারকে মেরে ফেলবে সরকার কিছু করবে না, কিন্তু তারা ( হেফাজত ) দেশে কোন অশান্তি সৃষ্টি করবে না।

সরকার আবার খুনিদের ধরতে পারছে না, এটা বিশ্বাস করি না অনেক উপায় থাকা সত্ত্বেও।
আওয়ামীলীগের কিছু হলে তো দেখি পাতাল থেকেও অপরাধী ধরে বের করে।

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: সরকার খুনিদের সণাক্ত করতে পারছে না, এটা অবিশ্বাস্য। যে সরকার প্রবল পরাক্রমশালী যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে, তারা এইসব খুনিদের ধরতে পারে না? দেশে গোয়েন্দা বাহিনী এখন খুবই তৎপর থাকার কথা।

২| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:

ব্লা ব্লা ব্লা

৩| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

তপ্ত সীসা বলেছেন: হ ভায়া, সরকারের তো কাম নাই আর। এই দুই চারডা আবাল সামলাইতে নতুন বাহিনী মোতায়েন দিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.