![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলল
শুধু জন্ম নিতে,
আমি জন্ম নিলাম।
জন্মেই কৈফিয়ত চাইলাম-
কেন এমন অক্ষম আমি?
বলল
শুধু হাঁটতে শেখো,
আমি হাঁটতে শিখলাম।
হাঁটতে শিখেই কৈফিয়ত চাইলাম-
কেন এমন অক্ষম আমি?
বলল
বাঁচো, কর্ম করো,
আমি বাঁচলাম।
বাঁচা শেষ হলে কৈফিয়ত চাইলাম-
কেন এমন অক্ষম আমি?
বলল
মরো, স্বর্গলাভ করো,
আমি মরলাম।
মরেই কৈফিয়ত চাইলাম-
কোথায় স্বর্গ?
একটা মুচকি হাসি দিল সে!
আমি কৈফিয়ত চাইলাম-
কেন এমন করলে?
বলল
কারণ, আমি তোমার প্রভু।
©somewhere in net ltd.