নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

যদিও বিনিময়ে তোমরা কল্লা চাও

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৬

তোমার আস্তিকতা নিয়ে তবু প্রশ্ন করতে চাই,
যদিও জানি বিনিময়ে তোমরা কল্লা চাও!
সাতক্ষিরায় যে বিচারক দম্পতি
শিশু গৃহকর্মী নির্যাতন করে মৃত্যুপ্রায় করেছে
জানতে চাই-
ওরা নাস্তিক না আস্তিক?
যে পিতা মাতা শিশুকে অন্যের বাসায় গৃহকর্মে পাঠিয়েছে
জানতে চাই-
ওরা নাস্তিক না আস্তিক?
যদিও বিনিময়ে তোমরা কল্লা চাও,
তবু জানতে চাই-
রাষ্ট্রের যে প্রতিনিধি আরজু মিয়াকে গুলি করে মারল
সে নাস্তিক কি আস্তিক?
আরো প্রশ্ন আছে, কোটি কোটি প্রশ্ন আছে,
থুতু আছে, মুত আছে, ঘেন্না আছে-
যদিও তোমরা কল্লা চাও।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা কবিতায়

২| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫

প্রামানিক বলেছেন: প্রশ্নগুলো খারাপ না। ধন্যবাদ

৩| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩

প্রবাসী ভাবুক বলেছেন: অপরাধী আস্তিক বা নাস্তিক সবখানেই আছে৷আস্তিকরা পরকালে বিশ্বাসী হওয়ায় পরকালের ভয়ের কারণে অনেকটা নিয়ন্ত্রিত থাকার চেষ্টা করে৷ আর আমাদের দেশের নাস্তিকরা নিজেরাই আতঙ্কে থাকে৷ তাদের জন্য সামাজিক অপরাধ করার সুযোগ খুব কম৷ কিন্তু এরা সুযোগ পেলে দুনিয়াটাকে ভোগ বিলাসের স্থান মনে করায় অপরাধ করতে আস্তিকদের চেয়ে বাঁধা কম থাকত৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.