![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্ত্রী, তোমার সফলতা সত্য
নাকি সিস্টেম সত্য?
হতে হবে দুটোই সত্য।
এ হয় না, হয় না
তোমার দাবি সয় না।
তুমি সত্য সিস্টেম মিথ্য!
এ হয় কি বলো?
দেশটা গেল গেল
তোমার সব হলো!
এ হয় কি বলো?
মন্ত্রী, তুমি লুট করোনি,
ভাগ বসিয়েছো।
তুমি শুধু নিজের ঘরে
ফুল ফুটিয়েছো!
[মন্ত্রী, তোমার সফলতা সত্য
নাকি সিস্টেম সত্য?]
ওদের হয়েছে ক্রসফায়ার
তুমি হয়েছো মন্ত্রী!
মন্ত্রী, বলে দেব আজ
তুমি ষড়যন্ত্রী!
মন্ত্রী, চিৎকার করে
বলে দেব আজ
তুমি ষড়যন্ত্রী!
মন্ত্রি, তোমার সফলতা সত্য,
নাকি সিস্টেম সত্য?
হতে হবে দুটোই সত্য।
মন্ত্রী, তুমি ষড়যন্ত্রী!
মন্ত্রী, তুমি ষড়যন্ত্রী!
[এটা আমার লেখা চতুর্থ গান। ‘আঠারো’ নামে একটি ব্যান্ড গড়ার ইচ্ছে আছে। আগ্রহী কেউ থাকলে যোগাযোগ করুণ।]
©somewhere in net ltd.