নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে কেউ কেন গর্ববোধ করবে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে একটুও গর্ববোধ করি না। এবং গর্ববোধ করার কোনো কারণও দেখি না। আমার এমন কোনো সুকর্ম বা ত্যাগ নেই যার জন্য আমি গর্ববোধ করতে পারি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে ‘গর্ববোধ’ !! এটা কোন ধরনের গর্ব?
শুধু গর্ববোধ করেই আমরা ক্ষান্ত হচ্ছি না, বিভিন্নভাবে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে চলা। ষণ্ড-গুন্ডা-ধুর্ত-বৈশ্য-বেশ্যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙায় সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে খাওয়া বন্ধ করতে হবে। এটাও এক ধরনের সাম্প্রদায়িকতা।
সংখ্যা বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি সংখ্যক ভালো শিক্ষার্থী রয়েছে। অনুপাতে হয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি।
তাছাড়া ভাল ছাত্রের সজ্ঞাটাই বা কী। একটা নির্দিষ্ট সিলেবাস পড়ে কোথাও চান্স পাওয়ার মধ্যে ভালত্বের কি আছে? এইসব অংক-ইংরেজি-বাংলা-সাধারণ জ্ঞান পারতে খুব বেশি মেধা কি লাগে? একটু চালাকি বুদ্ধি থাকলেই তো এসব পারা যায়, যায় না?
মেধা লাগে সৃষ্টি করতে। পিথাগোরাসের মেধা ছিল, কারণ, সে উপপাদ্যটা সৃষ্টি করেছে; কিন্তু ওটা বুঝতে কতটুকু মেধা লাগে? সে মেধার মূল্যই বা আসলে কতটুকু? তবে ওটা কাজে লাগাতে হয়ত কিছু মেধা লাগে, এবং সে মেধার মূল্য আছে। কাজে লাগাতে পারলে নতুন প্রযুক্তি আসে, জীবন সহজ হয় তাতে।
আর একটা কথা- ভাল রেজাল্ট আর ভাল ছাত্র নিশ্চয়ই এক কথা নয়, এক কথা কী? পাশাপাশি ভাল ছাত্র আর ভাল মানুষও নিশ্চয়ই এক কথা নয়।
কথা হচ্ছে- বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় -এইসব সাম্প্রদায়িকতা থেকে বেরোনো দরকার। বিচার করা উচিৎ কাজ দিয়ে। ট্যাগ নিয়ে ধান্দা করার কোনো সুযোগ আর থাকা উচিৎ নয়।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: যে যেই অবস্থানে আছে,সেখান থেকেই ভাব নিচ্ছে।অথচ খোজ নিলে দেখা যাবে ভিতরে ভিতরে সদরঘাট।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ভাব নেওয়ার কালচারটা দেশে খুব মাথা চাড়া দিয়ে উঠেছে।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩

চলন বিল বলেছেন: পিথাগোরাস আসলে উপপাদ্যটা সৃষ্টি করেন নাই, উনার আগে থেকেই তৎকালীন লোকেরা জানত ত্রিভুজের অতিভুজের বর্গ লম্ব ও ভূমির বর্গের সমষ্টির সমান।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: একটা আবিস্কারের পিছনে অনেকের অবদান থাকে, তবে স্রস্টা ধরা হয় একজনকেই। তাছাড়া এটা একটা উদাহরণ মাত্র।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

িবষন্নতা বলেছেন: সাম্প্রদায়িকতা কোন পর্যায় গেছে চিন্তা করেন। ঢাক বিশ্ববিদ্যালয়ের ভাল ছাত্রই ভাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাল ছাত্র ভাল না আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাল ছাত্র ভাল না, ভাল ছাত্রের মধ্যেও আবার প্রকারভেদ কি? সব কারিকুলাম এক করেন তারপর দেখেন কি হয়? দেখেন অন্যরা পারে কিনা?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: নিজেকে ভালো ছাত্র বলে দাবী করার কিছু নেই। আসল কথা কাজ ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

হতাস৮৮ বলেছেন: ভাই রে কেউ তো বুঝতে চায় না। এই কষ্ট কোথায় রাখি...রে ভাই...

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সবি বুঝি সবি ঠিক
তবুও ঢাবি ইজ ঢাবি
আমার আমৃত্যূ অহংকার

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: আমৃত্যূ অহংকার----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.