![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
[ভয় পাই বন্ধু তোমায়]
ঘৃণা তবু কিছু দেয়
ভালবাসা ঠকায়
রাত দুপুরেও ঠকায়!
ভয় পাই বন্ধু তোমায়
ভয় পাই দারা পুত্র পরিবার।
অহেতুক হন্যে হই!
কিসের আশায়? কার আশায়?
হৃদয় আমায় হাসায়, শুধুই হাসায়।
২
[অচেনা]
তখনো দেখিনি তাকে,
চিনেছি শুধু।
--- --- --- ---
সে বলল,
চাঁদ দেখতে যাবো।
আমি বললাম,
দূর পাহাড়ে।
সে বলল,
সাগর পাড়ে।
আমি বললাম,
নদীর ধারে।
সে বলল, সবখানে,
দিনে দিনে।
আমি বললাম,
আজ থেকে।
সে বলল,
এখনই।
আমি বললাম.
ঠিক তাই।
সে বলল,
চলো যাই।
৩
আমি অপেক্ষা করি
ঠিক কখন তুমি প্রতারক হয়ে ওঠ।
আমৃত্যু যদি জানতে না পারি
তবেই তুমি প্রেমিক।
©somewhere in net ltd.