![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টার কাবাবে খাইতে গেলে ওরা জিজ্ঞেস করে-
বিল হাতে দেব, না মেশিনে দেব?
প্রথম দিন এই কথার মর্ম বুঝতে না পেরে বলছিলাম-
একভাবে দেন, অসুবিধা নাই।
সে মেশিনে বিল দেয়। আমি বিল পরিশোধ করে দিই।
এরপরে আবার যখন খাইতে গেলাম, তখনো একই প্রশ্ন-
এবার বললাম, বিল হাতে দেন।
এক টুকরো সাদা কাগজে বিল লিখে নিয়ে আসল।
হাতের বিলে বেশ কিছু টাকা কম দিয়ে পেরেছিলাম।
এরপরে যতবার খেতে গিয়েছি কখনো মেশিনে বিল নিইনি।
যাইহোক, এরপর কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে হয়ত কর্তৃপক্ষ জিজ্ঞেস করবে,
হাতে ভর্তি হবেন, না মেশিনে ভর্তি হবেন?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: খুবই খারাপ অবস্থা!
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট শিক্ষাব্যাবস্হা বাংলাদেশে। দুনিয়াতো পরে এশিয়ার প্রথম সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এদেশের একটাও নেই!