নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

আমার জানতে ইচ্ছে করে এদের নিয়ে ধর্ম কি বলেছে?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮






ধর্ম সম্পকে আমার কোনো পড়াশুনা নেই, তাই কোন ধর্ম কি বলেছে আমি জানি না। আমার কোনো গুরু নেই, তাই কোনো বিশেষ দীক্ষায় দীক্ষিতও নই। বিবেক বুদ্ধি মত চলি। অন্যায়কর্ম হতে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করি। ধর্ম সম্পকে মাঝে মাঝে কিছু আগ্রহ হলেও জীবন-জীবিকা আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বলে ওদিকে আর যাই না। তবে সামাজিক কার্যাকলাপ দেখে ধর্ম সম্পকে কিছু ধারণা করার চেষ্টা করি। যেমন, গত এক বছর সবকিছু দেখে যেটি বুঝলাম- ধর্ম মতে লেখালেখি, বিশেষ করে স্বাধীনভাবে মত প্রকাশ করা অন্যায়, ধর্ম তাদেরকে খুন করতে বলেছে। ধর্ম যদি খুন করতে বলে থাকে, তাহলে যারা ধর্ম মেনে চলে তারা খুন করবে না কেন? অমার মতে তারা খুন করা ঠিক আছে। তারা যদি মনে করে কেউ ঠিকঠাকভাবে ধর্ম মেনে চলছে না, এবং যারা ঠিকঠাকভাবে ধর্মটা মেনে চলছে না তাদের যদি ধর্ম খুন করতে বলে থাকে, তাহলে আমি তাদের খুন করায় দোষের কিছু দেখি না, দোষ দিলে তো সেক্ষেত্রে ধর্মটাকেই দোষ দিতে হয়। আমার এ বিষয়ে পড়াশুনা নেই, জানা নেই, তাই বলতে পারছি না- ধর্ম দোষী, নাকি খুনি দোষী। রাষ্ট্রের উপরে যদি ধমের অবস্থান হয়, তাহলে রাষ্ট্র সে খুনের বিচার কেরবে কি করে, আর করবেই বা কেন? সংবিধান খুলে দেখেন- বাংলাদেশে এখনো ধমের অবস্থান রাষ্ট্রের উপরে, সামাজিকভাবে তো অবশ্যই, রাষ্ট্রীয়ভাবেও।
যাইহোক, আমি এসব বিষয়ে আগ্রহী নই, আমার কাজের এবং ভাবনার ক্ষেত্র ধর্ম নয়, ছিন্নমূল মানুষ, বিশেষ করে শিশুদের নিয়ে আমি কাজ করতে চাই। আমার জানতে ইচ্ছে এদের নিয়ে ধর্ম কি বলেছে?
ধর্ম কি এসব দেখেও না দেখার ভাণ করতে বলেছে?
ধর্ম কি এসব দেখে পাশ কাটাতে বলেছে?
ধর্ম কি শিশুদের ইচ্ছেমত খাটিয়ে নিতে বলেছে?
ধর্ম কি মা-বাবাদের শিশু একটু বড় হলেই কাজে পাঠাতে বলেছে?
এসব বিষয়ে ধর্ম কি নির্দশনা দিয়েছে জানতে ইচ্ছে করে।
ধর্ম কি শিশু চুরি করলে গুলি করে মারতে বলেছে,
নাকি পিটিয়ে মারতে বলেছে?
জানতে ইচ্ছে করে।
ধর্ম কি মায়ের পেটে লাথি মেরে ভ্রণাবস্থায় শিশু হত্যা করতে বলেছে?
জানি না, জানতে ইচ্ছে করে।
ধর্ম কি শুধু লেখক হতে নিষেধ করেছে?
ধর্ম কি শুধু মুক্তভাবে মত প্রকাশ করতে নিষেধ করেছে?
ধর্ম বিষয়ে আমি অজ্ঞ, তাই কেউ হেল্প করলে উপকৃত হব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

প্রবাসী একজন বলেছেন: ধর্ম বলে 'নামাজ পড় যাকাত দাও' আর এ যাকাত মানে গরীব খাওনো, সমাজ থেকে দারিদ্রতা দুরীকরন কিন্তু আমাদের তথাকথিত প্রচলিত সমাজ এ ধর্ম একটা ব্যবসা হয়ে গেছে। আর এ সবের কারন আমাদের মূর্খতা!
ধর্ম কখনো পাশ কাটিয়ে যেতে বলে নাই। ধর্ম মানুষের জন্য, মানুষে মানুষে শান্তিতে বসবাস এর জন্য...ধর্মের জন্য মানুষ কখনো নয়, এর জন্য দায়ী আবারো আমাদের মূর্খতা ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

গেম চেঞ্জার বলেছেন: প্রশ্নগুলো খুবই বেসিক। আশা করি অনেক ভাল ইসলামবেত্তারা যারা রয়েছেন বলবেন।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

কানিজ রিনা বলেছেন: কালে ক্রমে যত ধরমের বানী এসেছে সব ধরমই
মানুষকে ভাল হতে শিখিয়েছে। আপনি যদি দিবেন্দু
আপনি হিন্দু পিতা মাতার ঘরে জন্ম নিয়েছেন।
যত টুকু পড়া শুনা করে জেনেছি। সবার উপরে
মনুষ সত্য তার উপরে নাই। এই দেখুননা কি ভাবে
ধরমের দোহায় দিয়ে এক ভাই আরএক ভাইকে
খুন করছে। এই কিছু দিন আগে গরুর গোস্
খাওয়ার মিথ্যা দোশ দিয়ে ভারতে এক বয়জেষ্ঠকে
পিটিয়ে হত্যা করল ধরমের দোহায় দিয়ে। আপনার
নিজের ধরম পড়ে দেখুন কোথাও পাবেননা হিংসা
বিদ্যেশ খুন খুনি হানাহানি করতে বলা হয়েছে কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.