নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা এবং নির্ভরশীলতা

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

দুই বছরের শিশু সন্তান নিয়ে পিতা নৌকা ভ্রমণে বের হয়েছে। ছোট্ট একটি নৌকায় তীর ঘেষে তারা এগিয়ে চলছে। তীর ঘেষে চলছে বলে মাঝিও নিশ্চিন্ত, গান ধরেছে। নৌকা এগিয়ে চলছে স্রোতে ভেসে ভেসে। ছোট্ট শিশুকে পিতা নদীর পাড়ে এটা ওটা দেখাচ্ছে। মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কানি বকগুলোকে চিনিয়ে দিচ্ছে। এমন সময় হঠাৎ আসে প্রলয়ংকারী এক টর্নেডো ঝড়। মুহূর্তে নৌকাটিকে নিয়ে যায় মাঝ নদীতে। ডুবে যায় নৌকাটি। পিতা শিশুটিকে পেটের উপর রেখে ভাসমান থাকার চেষ্টা করে, ঢেউয়ের কারণে সম্ভভ হয় না। পিতা আপ্রাণ চেষ্টা করে যায়। শেষ পর্যন্ত পেরে ওঠে না। নিস্তেজ হয়ে পিতা তলিয়ে যেতে থাকে। তলিয়ে যাওয়ার আগে শিশুটিকে একটি ঢেউয়ের উপর ফেলে দিয়ে যায়। শিশুটি মাত্র বুঝতে পেরেছে সে বিপদগ্রস্থ, এতক্ষণে সে পিতার পেটের উপর বসে ঢেউয়ের সাথে খেলেছে, হেসে কুটি কুটি হয়েছে। ঢেউয়ের তোড়ে হাবুডুবু খেতে খেতে শিশুটি ভাবতে থাকে- বাবা আমার সাথে এমন করতে পারল!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.