![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন উদ্যোক্তা কখনই কর্মকর্তা নয়। একজন উদ্যোক্তা এমন একজন শ্রমিক যার অধীনে কাজ করে কিছু কর্মকর্তা, এবং যাদেরকে তিনি নিয়োগ দিয়ে থাকেন নির্দিষ্ট বেতনে এবং নির্দিষ্ট কিছু শর্তে। উদ্যোক্তা দায়বদ্ধ থাকে রাষ্ট্রের কাছে (মানুষের কাছে), অপরদিকে ঐসব কর্মকর্তারা দায়বদ্ধ থাকে কোম্পানির কাছে। উদ্যোক্তার কোন ছুটি নেই, ভাব নেওয়ারও ফুসরত নেই। ভাব নেয় কর্মকর্তারা। একজন কর্মকর্তা টাকা থাকলে কেনে প্রাইভেট কার, আর একজন উদ্যোক্তা টাকা থাকলে কেনে ট্রাক, অথবা নতুন কোন আইডিয়ার পিছনে টাকা খরচ করে। হাজার হাজার কোটি টাকা থাকলেও উদ্যোক্তা কখনই ধনী নয়, কারণ, একজন সফল উদ্যোক্তা মানেই বিনিয়োগকারী এবং বিনিয়োগকারী কখনো ধনী হতে পারে না, সবসময়ই তার বিনিয়োগ ঘাটতি থেকে যায়।
এবার চিন্তা করে দেখুন- আপনি কি একজন কর্মকর্তাকে বিয়ে করবেন, নাকি একজন উদ্যোক্তাকে বিয়ে করবেন। যদি ইতিমধ্যেই আপনি উদ্যোক্তাকে বিয়ে করে থাকেন তাহলে ঘ্যানর ঘ্যানর বন্ধ করুণ। আমৃত্যু আপনাকে কষ্ট করে যেতে হবে।
©somewhere in net ltd.