নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

স্বর্গের অযুত সোপান

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

পুরুষতান্ত্রিকতা থেকেই সম্ভবত এই সমস্যাটার জন্ম নিয়েছে। কিছু ছেলে ইভ টিজার, বেশিরভাগ ছেলে বহুগামী, সব ছেলে বিশ্বাসভঙ্গকারী, -এসব সমস্যা তো আছেই, অথবা এগুলো কোন সমস্যা না, বাস্তবতা। কিন্তু এদেশের মেয়েদের একটা সমস্যাও বড্ড বেশি দৃষ্টিতে লাগে। তারা এক মুখে ছেলেদের বলছে লম্পট ইত্যাদি, একইসাথে পুরুষের কাছ থেকে সুযোগ নিতে চাচ্ছে মূল্য নির্ধারণ না করে। তুমি যদি ম্যাটেরিয়াল বেনিফিটের বিপরীতে কোন ম্যাটেরিয়াল আউটপুট ঠিক করে না দাও, তাহলে পুরুষ তো তার মত করে চাহিদা নির্ধারণ করবে, করবে না? এটা সত্য যে, দেশে নারীরা যেহেতু পিছিয়ে রয়েছে, তাই কিছু ক্ষেত্রে সুযোগ তাদের প্রাপ্য, সে কথা ভিন্ন। এবং এখানে কোন অশিক্ষিত সুন্দরীর কথাও বলা হচ্ছে না, কারণ, অশিক্ষিত সুন্দরীরা ভয়ংকর। শিক্ষিত নারীদের একটা অংশের কথাই বলছি- একদিকে রয়েছে তাদের শিক্ষার জোর, পাশাপাশি খুব দৃষ্টিকটুভাবে তারা পুরুষের কাছ থেকে সুযোগ বুঝে নেয়, বিনিময়ে মুচকি হাসি, অথবা স্বর্গের অযুত সোপানের একটি সোপান দেখিয়ে দেয়। কিছু পুরুষ তো থাকেই যারা অত সিঁড়ি ভাঙতে চায় না, প্রথম সিঁড়ি থেকে শেষ সিঁড়িতে ঝাপ দেয়। তাতেই বড় বিপত্তি!
[‘শিক্ষিত’ বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বুঝানো হয়নি]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.