নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

‘মা’ হিসেবে নারীকে প্রয়োজনের অতিরিক্ত মহিমান্বিত করা তাদের মানুষ হিসেবে স্বীকৃতি না দেওয়ারই সামীল

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

পুরুষতান্ত্রিক সমাজে থাকতে থাকতে আমাদের একটা সমস্যা হয়েছে- ধরে নিয়েছি, নারী কোন অপরাধ করতে পারবে না। বড় কোন সুকর্ম নারী করতে পারবে না, বড় কোন কুকর্মও নারী করতে পারবে না। কিন্তু মানুষ হিসেবে ধরলে পুরুষ যেমন খারাপ হয়, নারীও তা হতে পারে। নারীর অধিকার সমুন্নত রাখা আর নারীর প্রতি শুধু নারী হিসেবে সমর্থন দেওয়া এক কথা নয়। বনশ্রীতে “মা দুই ছেলেকে হত্যা করেছে” বলে খবর বেরিয়েছে। করতে পারে। পৃথিবীতে শুধু নয়, এই বাংলাদেশেই এরকম ঘটনা আগেও ঘটেছে। ধর্ম আর নানান ধরনের বর্বরতার দেশ এখন বাংলাদেশ, সেখানে এরকম কিছু ঘটনা ঘটাতো অস্বাভিক হলেও অসম্ভভ নয় । নবজাতক হত্যার ঘটনা তো এদেশে অহরহই ঘটছে, কিছু খবরে আসছে, কিছু খবরে আসছে না। তাছাড়া “মা” কে যতই মহিমান্বিত করা হোক না কেন, এটা তো একটা ন্যাচারাল ফেনোমেনা ছাড়া কিছু নয়। ‘মা’ যদি দরদের শীর্ষ পর্যায় হয়, তাহলে তো শুধু নিজ সন্তান নয়, সবক্ষেত্রেই মাতৃত্ব জেগে ওঠার কথা। ক’জনার ক্ষেত্রে তা হয়? তাই ‘মা’ হিসেবে নারীকে প্রয়োজনের অতিরিক্ত মহিমান্বিত করা তাদের মানুষ হিসেবে স্বীকৃতি না দেওয়ারই সামীল।  

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

উদাস কিশোর বলেছেন: ঠিক কি বলতে চাইছেন ?????

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

বিজন রয় বলেছেন: ভাল মন্দ সবটাতে আছে।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: তা ঠিক বলেছেন।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮

তামান্না তাবাসসুম বলেছেন: আপনার মূল বক্তব্যের সাথে সহমততবে লেখাটা আরেকটু বড় করে গুছিয়ে লিখলে সবার কাছে আরো গ্রহনযোগ্য হতো।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ঠিকই বলেছেন। দেখি.।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

কানিজ রিনা বলেছেন: মায়েদের কাছে সন্তানই সবচে দামি, এটাইতো
সাভাবিক। এই মা বাচ্চাদের মেরে নিজের
পথ পরিস্কার করতে চেয়েছিল। এরকম অসংখ্য নারী আছে যারা পরকীয়ার তোরে
সন্তানকে ফেলে অন্য পুরুষের হাত ধরে।
একটা কুকুরী মাতাও বাচ্চা বড় না হওয়া
পরযন্ত আলগে রাখে। অথচ মানুষ মা। ধীক্কার
দেওয়া ছারা আর কি।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: এটা সম্ভবত মানসিক সমস্যা থেকে হয়। এভাবে তো অোসলে পথ পরিস্কার হয় না। হয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.