নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

মানবিকতার কথা বাদ দিলাম, এই ঘোষণার আইনগত ভিত্তি কি?

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮



ঘোষণাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজে অবহেলিত কিছু শিশু রয়েছে যাদের আমরা ‘টোকাই’ বলে থাকি। এই ঘোষণাটি আরো পরিস্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে, তাদের আমরা মানুষ মনে করি না, কারণ, ছবিতে দেখা যাচ্ছে- মানুষের প্রবেশে সেখানে বাধা নেই, বাধা টোকাই প্রবেশে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

বিজন রয় বলেছেন: আইনগত কোন ভিত্তি নেই।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৩

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: তাহলে প্রকাশ্যে এটা থাকাতো সকলের জন্য অবমাননাকর।

২| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

বিজন রয় বলেছেন: হা হা হা .......... উলুবনে মুক্ত ছড়ানো আর কি।

আমরা তো সব বুদ্ধির ঢেকি!!
সেটা তো বুঝতে হবে।

প্রকৃত আইনের কতটুকু সদ্ব্যাবহার রাষ্ট্র করছে।
আর তার জনগণ কি করবে!!!

৩| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: টোকাইদের তারা মানুষ ভাবতে পারেনা, এটা অত্যন্ত অমানবিক। দিক্কার জানাচ্ছি।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নোটিশ দাতাদের ধিক্কার জানাই।

৫| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আমরা মূখে অনেক কিছুই বলি কাজে যে কি করি এই ছবিই তার প্রমান

৬| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪

রফিকুজজামান লিটন বলেছেন: লেফট-রাইট-লেফট করতে করতে ওদের বুদ্ধি হাটুর নিচে চলে গেছে। ;) তারই একটা উদহারণ মাত্র। এর আগে কোথায় যেন লুঙ্গি পড়ার উপর নিষেধাক্কা আরোপ করেছিলো ??



৭| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:১০

রাশেদ রাহাত বলেছেন: টোকাই কি আবার মানুষের কাতারে পড়ে নাকি...? X(( X((

৮| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৯

সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ আর একটি নিষ্ঠুর চিত্র তুলে ধরার জন্য।

৯| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: জায়গাটির মালিক ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি । তারা তাদের নিরাপত্তার স্বার্থে এরকম সিদ্ধান্ত নিতে পারে। টোকাইদের ব্যাপারটা হচ্ছে এরা ছিচকে চোর , সুযোগ পেলেই জিনিসপত্র হাতিয়ে নেয়। আর টোকাই শব্দটি ওদের সৃষ্টি নয় বরং আর্টিস্ট রফিকুন্নবির সৃষ্ট যা আমাদের দ্বারা বহুল ব্যাবহৃত ও প্রচারিত ।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২০

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: আপনি কী পরিসংখ্যানের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনিত হলেন যে, টোকাইরা ছিঁচকে চোর। প্রমাণ ছাড়া তো আপনি তাদের প্রবেশে বাধা দিতে পারেন না। কারণ, ওটা তো পাব্লিক প্লেস। প্যান্ট-শার্ট পরা ভদ্রলোকের চেয়ে টোকাইরা বড় চোর! সাব্বাস আপনার বিবেচনা!!!

১০| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

অগ্নি সারথি বলেছেন: কর্তৃপক্ষরে দুইডা থাবড়া দেওনের কাম!

১১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

বিপরীত বাক বলেছেন: ডিওএইচএস এর হাড়-হাভাতে গুলো বোধহয় নিজেরাই সব চাইটা খেয়ে ফেলে। পেটে ওদের বড় ক্ষিদে।
তাই ওখানে টোকানোর কিছু থাকে না। এজন্যই টোকাই প্রবেশ নিষিদ্ধ করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.