![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকটারে চেনা চেনা লাগে। কণ্ঠ পরিচিত, তবে নামটা ঠিক মনে করতে পারছি না। মোবাইলে বলল, আমার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, আমি তো আর এমন কোনো ব্যস্ত মানুষ না, আসতে চাচ্ছে আসুক। দিনকাল খারাপ, তাই একবারে বাসায় না এনে বাইরে দেখা করার সিদ্ধান্ত নিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালিয়ের গেটে এসে সে আবার ফোন দিল। গিয়ে ঠিকই চিনতে পারলাম, তবে না চেনার ভাণ করলাম। প্রথমেই সে বিবিধ বিষয়ে খবর নিল। আমাকে উস্কে দিতে চাইল। বলল, দেখেছ, তোমাকেও ওরা নাস্তানাবুদ করে ছেড়েছে। বললাম, আমি এমন কেউ না যাকে সরকার নাস্তানাবুদ করবে। বলে, তাহলে তোমার চাকরি ছাড়তে হল কেন? হলে থাকতে ঝামেলা হয়েছিল কেন? আমি এসব কথায় আগ্রহ দেখাচ্ছি না দেখে সে কথা ঘুরাল। অর্থনৈতিক অবস্থার খোঁজখবর নিতে চাইল। এক্ষেত্রেও সে নিরাশ হল। অবশেষে কোন রাগঢাক না করে বলল, তোমাকে যদি দশ লক্ষ টাকা দিই একটা কাজ করবে? বললাম, কাজটা পছন্দ হলে বিনা পয়শায়ও করতে পারি। আগে বলেন। বলল সে। আহ! দশ লাখ টাকা পাওয়ার এত সহজ সুযোগ!
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: হা হা হা