![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে অভ্যন্তরীণ বাজারে ৮০০ কোটি টাকার ফুল বিক্রী হয়েছে মর্মে খবর দেখলাম। এই খবরটি আমার কাছে হতাশাজনক। কারণ, এই বেশিরভাগ ফুল ব্যবহৃত হয়েছে পলিথিনে মুড়ে মোসাহেবিতে। তাছাড়া অর্থনৈতিক দিক থেকেও এটি ভালো খবর নয়। যদি খবরটি হত ৮০০ কোটি টাকার মিষ্টি আলুর চাষ হয়েছে, সেটি আশাপ্রদ হত, কারণ, দেখছি- বাজারে গোল আলুর তুলনায় মিষ্টি আলুর দাম অনেক বেশি। তাছাড়া এইসথেটিক দিক থেকেও এর খুব একটা মূল্য নেই। যদি এমন হত- দেশের প্রত্যেকটি মানুষ বাড়িতে দু’একটি ফুলের গাছ লাগাচ্ছে, তাহলে মূল্য ছিল। অনেক বলবেন- কর্মসংস্থান তো হচ্ছে। তা হচ্ছে, কিন্তু এর কোন উপযোগ নেই। অর্থাৎ, এর মাধ্যমে অর্থনীতি অহেতুক অস্তির হয়েছে, অপ্রয়োজনীয় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যা দরিদ্র দেশের জন্য ক্ষতিকর। মিষ্টি আলুর চাষ হলেও কর্মসংস্থান হত, একইসাথে তার উপযোগও থাকত।
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০২
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।
২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোস্টটি আরো বিস্তারিত হলে ভালো হতো। তবে যা লিখেছেন, সেই সম্পর্কেও মানুষ কম জানে। প্রাথমিক জানার জন্য মন্দ নয়।
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৭
সাগর মাঝি বলেছেন: ভালোই বলেছেন। তবে এগুলো নিয়ে ভাবার মত লোক আমাদের দেশে নেই।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ বলেছেন তো দেখছি এভাবে তো কেউ ভাবিনি।। চমৎকার দাদা নমস্কার।।।