নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটে এ হার ইন্ডিয়ার গণমানুষের জন্য আশীর্বাদ নিশ্চয়ই

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৭


দুর্নীত, দারিদ্র্য, বৈষম্য, কোটি কোটি মানুষকে অভুক্ত রাখা এবং সম্প্রতি নির্মীয়মান ফ্লাইওভার ভেঙে পড়ার দেশ ইন্ডিয়া ক্রিকেটে যত বেশি হারবে তাদের দেশের গণমানুষের জন্য তা তত মঙ্গল। এই ক্রিকেট আফিম থেকে ইন্ডিয়ার গণমানুষের বেরিয়ে আসার জন্য ক্রিকেটে ইন্ডিয়া লাগাতার হারতে হবে। তাহলেই কোটি কোটি কোটি মানুষের একটু হলেও মুক্তি মিলবে। একজন শচিন, ভিরাট কোহলি বা অমিতাব বচ্চন অথবা শাহরুখ খান মানে ইন্ডিয়া নয়; সেখানে রয়েছে প্রায় একশো কোটি মানুষ, যারা উদয়-অস্ত হাড়বাঙা পরিশ্রমের পরও বাঁচতে পারছে না, এই বার্তাটাও বিশ্বাবাসীর কাছে পৌঁছা দরকার।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২১

সুমন কর বলেছেন: আহ...খুশি !:#P

২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ, পাকিস্তান ও ভারত গরীব মানুষদের জন্য খেলাকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে গেছে।

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আব আয়া উট পাহাড়কে নীচে B-) ;)

পদে পদে চিটিং বাজি করে কি আর বেশি দূর যাওয়া যায়!!!!!

ব্রাভো ও ইন্ডিজ!

..
একজন শচিন, ভিরাট কোহলি বা অমিতাব বচ্চন অথবা শাহরুখ খান মানে ইন্ডিয়া নয়; সেখানে রয়েছে প্রায় একশো কোটি মানুষ, যারা উদয়-অস্ত হাড়বাঙা পরিশ্রমের পরও বাঁচতে পারছে না, এই বার্তাটাও বিশ্বাবাসীর কাছে পৌঁছা দরকার। সহমত।

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.