নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

মাঝরাতে সঙ্গম শেষেও আমি একা

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮


আমার শক্তির জায়গাটা আমিই;
খুবই একা,
ঠোঁঠে মাছ পুরে পুকুর পাড়ে ঝুলে পড়া
পেয়ারা গাছে বসা ক্ষুধার্ত
মাছরাঙ্গাটার চেয়েও একা;
মাঝরাতে সঙ্গম শেষেও আমি একা।
শ্রমিক কিন্তু কলমটা চালাতে জানি,
যা না মানার মানি না
কোন ভয়ে বা প্রলোভনে।
শ্রমিক ডরে না শ্রমিক মরে না,
সমস্ত পৃথিবী তার শত্রু হলেও;
সত্য কথাটা তাই সুস্পষ্ট বলতে পারি।
আমার শক্তির জায়গাটা আমিই,
অবশ্যই আমি স্বৈরাচারী,
তবে শাসক নই, প্রহরারত সৈনিক;
কবির কলম ভেকধরা গণতন্ত্র মানে না।
তুমি জয়ী ছদ্মবেশী গণতান্ত্রীক
পরাজিতের তৈরি করা
পথেই হেঁটে এসেছ,
ভালই জানি তোমার বড়াই,
তোমার আবার কিসের লড়াই?
তোমার আছে ধর্ম তোমার আছে সম্প্রদায়;
আমার শক্তি আমিই, একদম একা
পিরামিড হয়ে দাঁড়াই; পারলে হটাও, পারবে?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

কালের সময় বলেছেন: ভালো হয়েছে ।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

বিজন রয় বলেছেন: আমার শক্তি আমিই, একদম একা
পিরামিড হয়ে দাঁড়াই; পারলে হটাও, পারবে?

সুন্দর।
++++

ঠোঁটে হবে।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫

বিজন রয় বলেছেন: শিরোণাম পরিবর্তন করলেন কেন?

পিরামিড হয়ে দাঁড়াই, ওটাই ভাল ছিল।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.