নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

আসুন, লড়াইয়ের কৌশলটা ঠিক করি আগে

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯


পৃথিবীর অন্তিম যুদ্ধটাকে যারা এভাবে হেলাফেলায় করতে চাচ্ছেন তাদের জন্য কিছু বলার আছে। এই যুদ্ধটা কিন্তু সম্পত্তি নিয়ে যুদ্ধ নয়, রাজ্য দখলের যুদ্ধ নয়। যুদ্ধটা তাত্ত্বিক, দার্শনিক। এটা মানুষ হয়ে ওঠার যুদ্ধ। যে ভুল দর্শনগুলো যুগ যুগ ধরে মানুষের উপর চেপে আছে, মানুষকে মোহীত করে রেখেছে, মানুষকে বোকা বানিয়ে রেখেছে, মানুষকে দাস বানিয়ে রেখেছে, মানুষকে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান-ইহুদী-পুরুষ-নারী বানিয়ে রেখেছে, সেগুলো বাদ দেওয়ার যুদ্ধ। যুদ্ধটা ধর্মে ধর্মে নয়, যুদ্ধটা বরং মানুষ এবং অমানুষের মধ্যে। যুদ্ধটা নিপীড়ক এবং নিপীড়িতের মধ্যে।
হা, নিশ্চিতভাবে এটাই মানব সভ্যতার অন্তিম যুদ্ধ। এত বড় যুদ্ধ কি এভাবে হয়? এত বড় যুদ্ধ কি এরকম বিচ্ছিন্নভাবে হয়? এত বড় যুদ্ধ কি এরকম অর্বাচীনের মত হয়? এত বড় যুদ্ধ কি ফেসবুকে দুই কলম লিখে হয়? এতবড় যুদ্ধ কি কোন ধর্মকে দুটো গালি পাড়লেই শেষ হয়ে যায়? এভাবে হয় না। তুমি হয়ত পাল্টা প্রশ্ন করবে, তাহলে কিভাবে হয়?
মরে এবং মেরে নয়, মারার পথ করে দিয়েও নয়। যুদ্ধটা হতে হবে বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। সুস্পষ্টভাবে পৃথিবীর রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার অধিকাংশ মানুষের হাতে নেই। প্রতিষ্ঠানগুলো মানুষের হাতে নেই। সেগুলো আয়ত্তে না এনে কোনভাবেই এ যুদ্ধে জয়ী হওয়া যাবে না। তুমি যদি একটি গ্রামের হও তাহলে ঐ গ্রামের ক্ষমতায় যাও, তার জন্য পুরো জীবন লড়ে যাও। তুমি যদি পুরো দেশের হও, তাহলে দেশেটির ক্ষমতা নাও, তার জন্য আমৃত্যু লড়ে যাও। আসুন, লড়াইয়ের কৌশলটা ঠিক করি আগে। 

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.