নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

জনস্বার্থে: প্রধানত অমুসলিম, অজ্ঞেয়বাদী, প্রকৃতিবাদী, সংশয়বাদী এবং নাস্তিকদের জন্য

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫

হেফাজত ইসলামের আমীর বলেছেন, ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে কেউ কোন নেতিবাচক কথা বললে তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে। তো নিশ্চয় সবার জানা থাকা দরকার ইসলামের পাঁচটি স্তম্ভ কি, নাহলে নিজের অজান্তেই কোন মন্তব্য করে ফেঁসে যেতে পারেন। সরকার আপনারে বাঁচাতে পারবে না, কারণ, সরকার হেফাজতের চেয়ে শক্তিশালী নয়। সরকার হেফাজত না হলেও হেফাজতই সরকার। 
জেনে নিন তাহলে সেই পাঁচটি স্তম্ভ সম্পর্কে-
* শাহাদাহ্/ঈমান
* নামাজ
* যাকাত
* রোজা
* হজ্জ্ব
এই পাঁচটি শব্দ উচ্চারণ না করাটাই তো সর্বাধিক নিরাপদ। নাকি?   

[শাহাদাহ্ একটি মুসলিম বিশ্বাস। আরবিতে এর অর্থ "সাক্ষ্য দেয়া"। ইসলামে শাহাদাহ্‌ (বা শাহাদাত) বলতে আল্লাহ্‌র একত্ব ও মুহাম্মদ(সঃ) যে তার শেষ নবী তার শপথ নেয়াকে বোঝায়। শাহাদাহ্‌ আবৃত্তি করাকে সুন্নী মুসলমানেরা ইসলামের পাঁচ স্তম্ভের একটি মনে করেন।]
তবে এখানে একটি সমস্যা আছে। প্রথম স্তম্ভের কারণে হিন্দু এবং নাস্তিকেরা রেহাই পাচ্ছে না। প্রথম স্তম্ভের অর্থ হচ্ছে- আল্লাহর একত্ব এবং এবং মুহাম্মদ (সাঃ) যে তার শেষ নবী সে শপথ নেওয়া। এখন যেহেতু হিন্দুরা বহুত্ববাদের পূজা এবং প্রচার করে, অতএব, প্রথম স্তম্ভ অস্বীকার করায় তারা এমনিতেই টার্গেট। আর ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করায় নাস্তিকেরা টার্গেট। অতএব, এ নিয়ে কোন কথা না বললেও খুব বেশি লাভ আসলে আখেরে হবে না। অজ্ঞেয়বাদ টা খারাপ না, অজ্ঞেয়বাদ মানে নিজেরে ---- হিসেবে ঘোষণা করা। এইটা বাঁচার একটা পথ হইতে পারে।  

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০

রানার ব্লগ বলেছেন: শাহাদাহ্ শব্দের অর্থ কি ? আমার জানা মতে নামায, রোযা. হজ্ব, যাকাত ও ঈমান এই পাঁচটি ইসলামের মূল স্তম্ভ, তাহলে শাহাদাহ্ শব্দখানা আসলো কোথা থেকে।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: অরেকটু জেনে দেখেন, যাহা ঈমান তাহাই শাহাদাহ।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.