নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

আমার দুইটা মাথা, আপনার?

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২


আমার শক্তির জায়গাটা হচ্ছে, আমি দুই মাথার মানুষ। আমার ধারনা এটা প্রাকটিসের ফলে হয়েছে। পরীক্ষা দেওয়ার সাথে সাথেও অন্য একটি প্লান আমি নির্বিঘ্নে করতে পারি। তবে এর নেতিবাচক দিকও আছে। হঠাৎ এবসেন্ট মাইন্ডেড হয়ে ভুল করে ফেলতে পারেন। তাতে বর্তমান পারফরমেন্স খারাপ হবে। দুই এর জায়গায় চার লিখে ফেলার সম্ভাবনা থাকে।
অর্থাৎ, এই প্রকাটিসের কারণে আপনার সমসাময়ীক অনেকে এগিয়ে থাকবে। তবে চূড়ান্ত বিচারে আপনি এগিয়ে থাকবেন, যদি নিজের কাজের প্রতি আস্থা থাকে, বিশ্লেষণ থাকে এবং চালিয়ে যেতে পারেন। 
[* খুব অভ্যস্ত না হলে এই প্রাকটিসে সর্বনাশও হতে পারে।] 
ছোটবেলা থেকেই প্রাকটিস করলে যে কারো এই স্কিল আসতে পারে। দুই মাথার মানুষ মানে, আপনি যখন একটি কাজ করছেন, একই সাথে মাথাটা অন্যদিকে খাটাতে পারেন।
ধরুণ, আপনি কাউকে পড়াচ্ছেন, এরজন্য আপনার কিন্তু চিন্তা করার খুব বেশি প্রয়োজন নেই, কারণ, আপনি জানা জিনিসই পড়াচ্ছেন। এই সময় আপনি অন্য কোন চিন্তা, প্লান, এনালাইসিস করতে পারেন।
বউয়ের সাথে গল্প করছেন, তাতেও কিন্তু মাথা লাগার কথা না, লাগলেও মাথার খুব সামান্য অংশ সেখানে ব্যয় হওয়ার কথা, বাকী অংশ দিয়ে দিব্যি আপনি অন্য কাজ (চিন্ত)া করতে পারবেন)। তবে বউ যেন টের না পায়, তাহলে খেপে যাবে। 
প্রযুক্তি কাজে লাগিয়ে দুইটা মাথা ঠিকভাবে ব্যবহার করতে পারলে বিশাল ভলিউমের কাজ করা সম্ভব। তবে এজন্য দরকার প্রতিষ্ঠান। মাথায় যা ধরে তা বাস্তবায়ন করতে হলে প্রতিষ্ঠান লাগবে। এমপ্লয়ি লাগবে। নিজেকে এমডি লেভেলে, মানে নিজেকে এম্প্লয়িদের হেড হিসেবে দাঁড় করাতে না পারলে দুই মাথা কাজে লাগানো কঠিন। অন্যের প্রতিষ্ঠানের হেড হয়ে মাথা কাজে লাগানো যাবে না। অন্যের প্রতিষ্ঠানের হেড বাংলাদেশ হওয়া যায়ও না।
সরকারি প্রতিষ্ঠানে থেকেও হবে না। নিজের প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে যে কোন মূল্যে। একটি রিসার্স ফার্ম এবং একটি পাবলিকেশন্স। টুকটুক করে এগাচ্ছিও, কিন্তু গতি খুবই ধীর। বিনিয়োগ দরকার।
এটাও নিশ্চেত থাকতে হবে যে, তেমন কোন হেল্প পাওয়া যাবে না। কারণ, যুগটা এমন যে, এখানে সবাই সর্বেসর্বা। যার টাকা আছে সে তা দিয়ে ভূতের বাপের শ্রাদ্ধ করবে, কিন্তু কোন মহৎ কাজে লাগাবে না। আপনার কাছের লোক হলেও না। টাকাটা তার, তাই আপনার এখানে কিছুই করার নেই। ব্যাংক লোনও পাওয়া যাবে না। কারণ, মর্টগেজ নেই।
তাই বসে বসে চুল ছিড়তে হবে আরা চিন্তা-ভাবনাগুলো সংক্ষিপ্তাকারে ডাইরিতে লিখে রাখতে হবে। কোনদিন সুযোগ আসলে কাজে লাগাতে হবে। সুযোগ না আসলে আক্ষেপ নিয়ে মরতে হবে। 

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

হাফিজ বিন শামসী বলেছেন: বৌ জানতে পারলে শুধু রেগেই যাবেনা ভুলও বুঝতে পারে।যেমন, পরকিয়া টরকিয়া এ জাতীয় কিছু।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: সে সমস্যা অবশ্যই আছে।

২| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।

হালা ফকিন্নি।

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ভাই, কি কথা কেন কইতাছেন আমি কিন্তু বঝতে পারতাছি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.