![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডান্ডি দিয়ে পিটিয়ে, খুচিয়ে খুচিয়ে সিলেটের শিশু রাজন হত্যার কথা এখনো নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। রাজনের পিতা ছিল তরকারী বিক্রেতা, সেও তরকারী বিক্রি করত।
ডাকাত সাজিয়ে গণপিটুনি দিয়ে কিশোর মিলন হত্যার কথা মনে আছে? পুলিশের ভ্যান থেকে তাকে টেনে নামিয়ে হত্যা করা হয়েছিল। অনেক আগের ২০১১ সালের ২৭ জুলাইয়ের ঘটনা এটি। জানি না বিচার হয়েছে কিনা। অভিযুক্ত খোঁজার প্রয়োজন ছিল না। কারণ, ঐ ঘটনার ভিডিও এখনো ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে। না, মিলন ব্লগার ছিল না, ধর্মাবমাননা করে মিলন কিছু লেখেনি। সে ছিল ছেড়া-ময়লা পোশাকে দুর্বলতম পরিবারের কোনমতে বেঁচে থাকা একটি কিশোর ছেলে।
খুলনার শিশু রাকীব কাজ করত গাড়ির গ্যারেজে, মলদ্বার দিয়ে কম্প্রেসারের বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছিল। জানি না, রাকীবের কোনো বিতর্কিত লেখাটেখা পেয়ে বিচারকাজ স্থগিত রাখা হয়েছে কিনা।
সিলেটের রাজন হত্যার পরপর বরগুনায় মাছ চুরির অভিযোগে ১১ বছর বয়সী রবিউল নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।
এরকম ঘটনা প্রতি বছর শতশত ঘটছে। সর্বশেষ বরিশালের বানারিপাড়ায় রিক্সালা ভাড়াটিয়ার তিন বছরের শিশুর কান্নায় ‘অতিষ্ঠ’ হয় বাড়িলি আছাড় দিয়ে শিশুটিকে হত্যা করেছে। খবরটি বিস্তারিত পড়ে জেনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার মত টাকা না থাকায় শিশুটি ঠিকমত এবং সময়মত চিকিৎসাও পায়নি। অর্থাৎ, কেউ এগিয়ে আসেনি।
প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বড় মিল হচ্ছে- শক্তিহীন এবং কোনোমতে বেঁচে থাকা পরিবারের সন্তান এরা। অর্থাৎ, লুকিয়া থাকা বর্বরতা বেছে নিচ্ছে দুর্বলদের, দলহীনদের; সে গরীবের শিশু সন্তান হোক, আর একা মানুষ কোনো ব্লগারই হোক।
এখানে চিন্তা করার বিষয় হচ্ছে- রিক্সালার ছেলে কাঁনলে সেটি সহ্য করতে হবে কেন? এটাই হচ্ছে ঐ বাড়িলির এটিচুড। অর্থাৎ, ভেতরের লুকিয়ে থাকা বর্বরতা প্রকাশের একটি সহজ সুযোগ পেয়েছিল সে। মেরে ফেলতে তো আর চাইছিল না। ‘ধরে আছাড় মারা’ সেই প্রবাদটিকে রিক্সালার তিন বছরের সন্তানের উপর চাপিয়ে দিয়েছে মাত্র!
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৬
মানবী বলেছেন: নির্মম, নৃশংস!
সম্পূর্ণভানে মনুষত্বহীণ হলেই কারো প্রতি এমন নির্মম নির্যাতন সম্ভব আর যে নর্দমার কীটেরা শিশু কিশোরদের প্রতি এমন নির্যাতন করে তারা পশুরও অধম! আমাদের দেশের বিচারহীনতা আর দুর্নীতি কারনেই এধরনের ভয়ংকর অপরাধীদের এমন ধৃষ্টতা !
শেষের ছবির কিশোরের পরিচয় জানা নেই, ছবির সকল হতভাগ্য শিশু কিশোরের পরিচয় জানালে ভালো হয়।
এই পোস্টটি যেহেতু একসাথে বেশকিছু শিশু নির্যাতনের কথা তুলে ধরেছে, এর মাধ্যমেই এই কেসগুলোর বর্তমান আপডেট সংগ্রহ করে এই নরশুদের বিচার নিশ্চিতের চেষ্টা করা যেতে পারে (যদিও বর্তমানের প্রেক্ষাপটে সন্ত্রাসীদের বিচার প্রায় অসম্ভব)।
হতভাগ্য শিশুকিশোরদের কথা আবারও সকলকে মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ দিব্যেন্দু দ্বীপ।
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৯
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ। জানানো ছাড়া আর কি বা করতে পারি
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০২
সাগর মাঝি বলেছেন: এতোসব হত্যার বিচার বাংলাদেশে হবে কিনা জানি না। তবে দুই টাকার সবজি চুরির বিচার বাংলাদেশে খুব তাড়াতাড়ি হয়ে যায়।