নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চ ভুল পথে হাঁটছে

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫



বাংলাদেমের বাম রাজনীতির সবচে’ বড় সংকট হচ্ছে জনসমর্থনের জন্য এখনো তাদের বিএনপি-জামাতের দিকে তাকিয়ে থাকতে হয়। গণজাগরণ মঞ্চও শেষ পর্যন্ত সেই ভুল পথে হেঁটেছে। অনেকের মতে রসদটা যেহেতু ঐখান থেকে আসে, তাই কিছু করার থাকে না। তাহলে এই বামপন্থা শেষ পর্যন্ত আসলে কার পালে হাওয়া দেয়? 

বাংলাদেশের রাজনীতির এখন সমাধান হচ্ছে, আওয়ামী লীগ ঠেকানো, এবং তার জন্য অধিকতর ভালো আওয়ামী লীগ হওয়ার কোনো বিকল্প নেই। সে পথে গণজাগরণ মঞ্চ হাঁটেনি, তাতে কিন্তু দুর্বত্তদের লাভই হয়েছে। সরকার বিরোধী হওয়ার কতটুকু ক্ষমতাই বা গণজাগরণ মঞ্চের আছে, যেহেতু তারা জনগণের একটা অংশের সমর্থনপুষ্ঠ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য লড়াই করেছে। জামাত তো নয়ই, জামাতের মডারেট অংশ বা বিএনপির কট্টর অংশও কি গণজাগরণ মঞ্চকে কখনো আপন ভাববে, তাতে যতই ইমরান এইচ সরকার শফিক রেহমানের গ্রেফতারের প্রতিবাদ করুক না কেন?

এই গেফতারের প্রতিবাদ গণজাগরণ মঞ্চের কাছ থেকে জনগন আশা করেনি। এমনকি যারা বিএনপির সমর্থক তারা অনেকেও না। থানার যে দালাল কয়দিন আগে জনসমক্ষে এক মহিলাকে পিটিয়ে আহত করলে সেখানে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ করার কথা। আসলে এরকম আলাদা আলাদাভাবে ব্যক্তি মানুষ ক্ষোভ প্রকাশ করতে পারে, তাতে কিছুটা কাজ হয়, কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হয় না।

গণজাগরণ মঞ্চের বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য থাকার কথা ছিল। সে লক্ষ্য কখনই বিদ্যমান বাম দলগুলোর সাথে অভিন্ন ছিল না। একটু বিশ্লেষণ এবং খেয়াল করলেই বোঝা যায়, বর্তমান বাম দলগুলো সাইড লাইনে থাকতে এবং মাঝে মাঝে কিছু ইস্যুতে আন্দোলন করে নিজেদের অস্তিত্ব জানান দিতে পছন্দ করে, এর বাইরে বিশেষ কোনো লক্ষ্য তাদের নেই বলেই মনে হয়।

অলিগার্কির সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের বাম রাজনীতি, কতিপয় মানুষকে নেতা বানিয়ে রাখার জন্য মাঠপর্যায়ে খেটে মরে তরুণদের একটা অংশ। তাদেরকে এবং বিভিন্নভাবে কাজ করে চলা স্বতন্ত্র মানুষগুলোকে একত্রিত করে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা ছিল গণজাগরণ মঞ্চের, কিন্তু মঞ্চ সেই পথে না হেঁটে বামের নেতৃত্ব অংশের পরামর্শ মেনে চলছে বলেই মনে হয়। তাতে আসলে কি হয়েছে, বাংলাদেশ নতুন একটি বামদল পেয়েছে, যেটি নতুন এবং পূর্বেরগুলোর তুলনায় খর্বকায়। এই গণজাগরণ মঞ্চ জাতির পাশে দাঁড়াবে তাহলে কি করে, যেখানে সিপিবি-বাসদ-জাসদ রা পারছে না, একত্রিত হয়ে তারা পারতে চাচ্ছেও না?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮

শাহ আজিজ বলেছেন: লুঙ্গিটা পুরোই খুলে দিলেন ?

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

শাহরিয়ার ১৯৭৮ বলেছেন: গণজাগরণ মঞ্চের কি করা উচিৎ আর কি করা উচিত না বিষয়টি তারা এখনও বুঝে উটতে পারছে না। আমিও একটি ছোট শহরের কর্মী। আমার মনে হয় সব কাজে ইমরান ভাইর নাক গলান ঠিক না।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


ছাগল নিয়ে মুরগীর ভাবনা

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

খন্দকার আঃ মোমিন বলেছেন: গন জাগরন মঞ্ছ নামে যে দলটার আভিরভাব আমরা কয়েক দিন আগে দেখলাম আসলে কি এরা এদের নিজের কোন অস্তিত্ব ছিল এদের প্রোডাক্ট ই হয়েছে সময় পাছ করার জন্য যাদের কে আমাদের সমাজ দালাল হিসাবে যানে , সারথ পুরালে এদের প্রয়োজনীয়তা ও পুরিয়ে যায় , যে ভাবেই হোক তখন তাদের কে মাইনাস পরমুলার শিকার হতে হয় , না হয় এরাই আবার শুকুরের ছানার দাত পরীক্ষার মত নিজের বাবার পাচায় কামড় বসিয়ে দেয় ,আওয়ামীলীগ কিন্তু এই ইসরাইলি খেলাটা ভাল করেই যানে , তাই শাবাগের এ দিক ওদিক নাক ঘশা ঘশি দেখে বিস্মিত হওয়ার কিছু নেই , কারন এটাই তাদের আসল পরিচয় , ওরা এখন ভাল করেই যানে সরকারের কাছে তাদের দরকার শেষ তাই তাদের কে এখন নতুন ফিল্ড খুজতে হবে , তাই শপিক রেহমান নামক বুড়া বাদর টার গ্রেপ্তার নিয়া সেই নতুন ময়দান তালাশ করতেছে ,গনজাগরন নামক এই এই ডিজিটাল দালা বাহিনীর আসলে নিজের বলতে কিছুই নেই যা আছে পরগাছা মত একবার এখানে আরেক বার ওখানে , এটাই ইহাদুদির মত তাদের নিয়তি হবে ।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

যোগী বলেছেন:
ইমরান একেবারেই একটা ভুল বিষয়ে কথা বলে তার চরিত্রের বাজে দিকটা মানুষের সামনে উম্মচিত করে দিল।
আরও অনেক নায্য বিষয় ছিল যেটা নিয়ে কথা বলে সে বিএনপির কাছা কাছি আসার চেষ্টা করতে পারতো। যেমন ইউপি নির্বাচন বা বাংলাদেশ ব্যাংক হ্যাকিং, ইভেন ইলিয়াস নিয়ে কথা বললেও অনেক ভালো করতো।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৮

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: নিষ্প্রয়োজন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.