![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
নিজের জন্য নিজে একটি খাঁচা বানিয়েছি,
আজ থেকে সেই খাঁচার মধ্যে গুটিসুটি মেরে ঢুকে গেছি।
ভেবেছিলাম, তোমাকেও নিয়ে নেব;
না, ছোট্ট খাঁচায় তাতে দু’জনেরই কষ্ট হত।
তার চেয়ে মুক্ত থেকে তুমি বরং আমার জন্য বিলাপ করো।
২
তোমার বন্ধুকেও সঙ্গে নিও,
বিলাপ সেরে তোমরা সেন্টমার্টিন যাইও,
কোর্মা-পোলাউ খাইও, খাওয়া শেষে আবার বিলাপ করো।
মাঝে মাঝে দেখতে আইসো সঙ্গে কিছু খাবার নিয়ে,
একদিন এসে জানিয়ে দিও কবে তোমার বাধ্য হয়ে বিয়ে।
বিয়ের পরেও বিলাপ করো, স্বামীসহ দেখতে আইসো,
আর কত? এখন থেকে প্রার্থনা করো, আমার জন্য দোয়া চাইও
তুমি এখন পাপমুক্ত, ঈশ্বরযুক্ত; এবার তুমি ভুলে যাইও।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ক্যামনে বুঝাই?
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫
ফারিহা নোভা বলেছেন: সুন্দর
২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০
আরাফআহনাফ বলেছেন: " মুক্ত থেকে তুমি বরং আমার জন্য বিলাপ করো "
দারুন বলেছেন।
+++
শুভ কামনা রইলো।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর ভাল লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০২
সুমন কর বলেছেন: ১, ভালো হয়েছে।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪
মুসাফির নামা বলেছেন: বুঝলাম না।