নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগার বিনিময়ে কিছু মূল্য দিলাম

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬



পার্কের একদম এক কোনায় বসে লোকটা টুংটাং গিটার বাজাচ্ছে। যাকে বলে মনের সুখে। দুই তিনটা পথশিশু শ্রোতা হয়ে বসে আছে। ওরাও সুর মিলিয়েছে। নিশান এগিয়ে গিয়ে ওদের সাথে বসে, সুর মিলায়-
এদিন আজই কোন ঘরে গো খুলে দিল দ্বার ...
অনুমতি নিয়ে কয়েকটা ছবি তোলে নিশান। পাশের ডাবওয়ালার কাছ থেকে পাঁচটা ডাব কিনে আনে।
গিটারওয়ালার নাম নাহিন, ও খুব অবাক হয়ে যায়।
বলে, ভাই, আমাকে চিনেন না কিন্তু...
চিনি না, তাতো ঠিকই, ভাল লাগল তাই, আপনি কিছু মনে করলে থাক।
‘না না ঠিক আছে’ বলে নাহিন সম্মতি জানায়।
শিশুরা পরম তৃপ্তিতে ডাব খায়।
নিশান বলে, দেখেন, বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা হচ্ছে, আমরা একা থাকতে জানি না, আমাদের নিজস্ব কোনো জগৎ নেই। ফলে আমরা সব সময় একে অপরের পিছে লেগে থাকি। 
তাছাড়া আমরা শিশুদের ভালোবাসি না, যে জাতি শিশুদের ভালোবাসে না তাদের ভবিষ্যৎ তো অন্ধকার।
দেখলাম, আপনি ওদের নিয়ে গান করছেন, খুব ভালো লাগল, তাই ভালো লাগার বিনিময়ে কিছু মূল্য দিলাম। আর কিছু না...

ছবি: নেট থেকে সংগৃহীত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

প্রয়াস মাসুম বলেছেন: ওচাম

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: সত্য কি ? শেষটুকু ভালো হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: গল্প

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৬

বিজন রয় বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.