নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

খবরের শিরোণামটি কী হওয়া উচিৎ?

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:১৪



লেসলি জন বিনস কে স্যালুট। নিঃসন্দেহে সে তাঁর জীবনের সেরা অর্জনটা করে ফেলেছে! কিন্তু খবরের শিরোণামটা আমার পছন্দ হচ্ছে না। “এভারেস্ট জয় না করে জীবন বাঁচালেন” বা “বাঙ্গালী নারীকে বাঁচাতে এভারেস্ট জয়ের স্বপ্ন ত্যাগ” এ ধরনের শিরোণাম ভালো লাগছে না। মানুষ প্রত্যাশিত কাজটি করছে না ঠিক আছে, কিন্তু শিরোণামটা তো প্রত্যাশার জায়গা থেকেই হতে হবে। আমাদের প্রত্যাশা কী? প্রত্যাশা হচ্ছে, কাউকে এরকম বিপদে দেখলে একশো জনের মধ্যে একশো জনই এভারেস্ট চূড়ায় ওঠার স্বপ্ন ত্যাগ করে জীবন বাঁচাতে এগিয়ে আসবে। খবরের শিরোণামটা এমন হতে হবে, যাতে সেই প্রত্যাশাটা অন্তর্নিহীত থাকে। কী হতে পারত শিরোণাম- অনেক কিছুই হতে পারত- “এভারেস্টে বাঙ্গালী নারীর জীবন বাঁচিয়েছেন ব্রিটিশ অভিযাত্রী লিসবন” বা এরকম অন্যকিছু। কিন্তু যখন শিরোণামটা হয়- “এভারেস্ট চূড়ায় না উঠে বাঙ্গালী নারীর জীবন বাঁচিয়েছেন লিসবন” তখন এরকম একটা মেসেজও সাথে সাথে তৈরি হয়ে যায় যে যারা জীবন বাঁচাতে না এসে চূড়ায় ওঠাটাকেই প্রাধান্য দিয়েছে তাদের কাজটিও ঠিক অাছে। এরকম একটা বার্তা দিচ্ছে না খবরের শিরোণামটি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.