![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
পকেটে মাত্র পাঁচ টাকাই ছিল, তখনো দুপুরে খাবারের সময় পার হয়ে যায়নি। শেষ পর্যন্ত আমি ক্ষুধার কাছে পরাস্ত হয়ে পাঁচ টাকা দিয়ে একটা পাউরুটি খাওয়ার সিদ্ধান্ত নিলাম। পলাশী মোড়ে গিয়ে হঠাৎ থমকে গেলাম, ক্ষুধার্ত আমি ক্লান্ত দেহে হাঁটতে হাঁটতে শাহবাগ মোড়ে আসলাম। ঐ পাঁচ টাকা দিয়ে একটি গোলাপ ফুল কিনে কাগজের টোঙায় লুকালাম, পাছে মানুষ ছ্যাবলা ভাবে। খুঁজে খুঁজে তাকে ফুলটি দিলাম, সে ফুলের প্রতিটি ভাজ উল্টিয়ে উল্টিয়ে দেখল! আমি তার আতঙ্কিত মুখ দেখে বুঝেছি, এতো ভালবাসার পরশ নয়, ভয়। অবশেষে ফুলটি ব্যাগে রাখল সে, ধন্যবাদ দিয়ে দ্রুত পিছন ফিরে পালালো!
প্রিয়তমা অাজকে আমায় বলল, চুমো দিও না প্লিজ, তোমার গালে যদি বোমা থাকে!
২
হৃদয় ভেঙ্গে গেছে,
মুক্তি ভেবে দেহ ফেলে
ছিন্ন মস্তক শুধু ভেবে চলেছে,
সকলের সম্মতিতে, প্রকৃতিতে, ঈশ্বরে-
মুক্তির খোঁজে সে দৈনন্দিন স্বাদ ভুলেছে।
নিশ্চিত একটা গন্তব্য ছিল;
সাঁতাররত শিশুর পকেট থেকে
মার্বেল হারিয়ে যাওয়ার মত
সেও হারিয়ে গেছে।
ছিন্ন মস্তক এখন শরীর খোঁজে, নিজের;
ক্লান্ত হয়ে অবশেষে চোখ বোঝে।
৩
রাস্তায় হেঁটে বেড়াচ্ছে দৈত্য দাঁড়কাক,
নকল বাম পায়ে ভর দিয়ে।
ডান পা ভেতরে ভেঙ্গে লুকানো,
যে পায়ে রোজ রাতে সে নুপুর বাঁধে।
৪
দ্বীপে পৌঁছে তীর ভেবে ভুল করেছিলাম,
নির্জন সে দ্বীপে দীর্ঘ্য একাকীত্বের পর বুঝেছি
অাবার উত্তাল সাগর পাড়ি দিতে হবে
ডুবে ডুবে, কাউকে না দেখিয়ে;
তাইতো নকল হয়ে মাঝে মাঝে রঙ মিছিলে।
©somewhere in net ltd.