![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছবিটিকে আপনি কী বলবেন? কী দিয়ে ব্যাখ্যা করবেন? জঙ্গীবাদ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, অতিরিক্ত জনসংখ্যা, কোনটির মধ্যে ফেলবেন? দেখেই বোঝা যাচ্ছে, প্রকৃতই দুই সন্তান নিয়ে বসে আছে একজন নারী। এখানে একটা বিষয় খুব করে লক্ষ্যণীয়, এ ধরণের ভিক্ষাবৃত্তির অন্যান্য ক্ষেত্রে দেখবেন এতটা যত্ন করে শিশুদের রাখা হয় না, তাতেই সন্দেহ হয় প্রকৃত মাতৃত্ব নিয়ে। কিন্তু এক্ষেত্রে দুটি বিষয় নিশ্চিত করছে যে তিনি প্রকৃতই শিশু দুটির মাতা। প্রথমত তিনি শিশুটিকে ছাতার নিচে শুইয়েছেন, শুধু তাই নয় ছায়াটুকু মুখে পড়েছে কিনা তা তিনি খেয়াল রেখেছেন। পিছনের শিশুটি তো স্পষ্ট করে তার মাতৃত্ব জানান দিচ্ছে। এই শিশু দুটি বড় হয়ে কী হবে বলে আপনি আশা করেন? দুইজন দাস হবে, ঘানি টানবে, নাকি? নেশা করে হারিয়ে যাবে? কতক্ষণ ওভাবে আগলে রাখবে একা নিঃস্ব মহিলা। আমি খুব করে জানি আমার চারপাশের মানুষের পরিচয়, তাই সাধারণত এসব বিষয় আনতে চাই না। তারপরেও একজন মানুষও যদি আলোড়িত হয়।
২| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সাধ আছে সাধ্য নাই। তবে রাষ্ট্র চাইলেই কিছু করতে পারে। হাজার হাজার কোটি লুটপাট না করে এদের পুনর্বাসনে ব্যয় করা যেতে পারতো...
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪
রানা আমান বলেছেন: এদের পুর্নবাসনের জন্য রাস্ট্রের ই কিছু করার কথা, কিন্তু আমাদের মতো অনুন্নত দেশে তা তো আর সবসময় হয়ে উঠে না ।