নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

দেশের স্বার্থেই সাপ্তাহিক ছুটি রোববার হওয়া প্রয়োজন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সাপ্তাহিক ছুটি আমাদের দেশে শুক্রবার করা হয়েছে, যাদিও ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন অনেকে মনে করেন শুক্রবার ছুটি রাখা ধর্মের কোনো বিষয় নয়। আসলে সাপ্তাহিক ছুটি আগে রোববারই ছিল। এরশাদ সরকার এসে এটি শুক্রবার করে। এরশাদ সরকার ক্ষমতায় থাকার জন্য অনেক কিছুই করেছে, সমস্যা হচ্ছে সেখান থেকে আর বেরিয়ে আসা যাচ্ছে না।

শুক্রবারই ছুটি ছিল অনেকদিন, পরে আবার একদিন বাড়িয়ে সাপ্তাহিক ছুটি করা হয় দুই দিন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করার পর সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে দুই দিন করে। তখনই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে বিষয়টি আমলাদের এবং বিশালায়াতনের সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষে যাওয়ায় এ বিতর্ক পরবর্তীতে আর হালে পানি পায়নি।

ব্যবসায়ীদের অভিযোগ, আমাদের দেশে শুক্র-শনি ছুটি এবং বেশিরভাগ দেশে রবিবার ছুটি, ফলে কার্যত ব্যবসা-বাণিজ্য সীমাবদ্ধ হয়ে পড়ছে বাকি চার দিনের মধ্যে। এতে আমরা পিছিয়ে যাচ্ছি।

মজার বিষয় হচ্ছে, শুক্রবার ছুটি করাতে মধ্যপ্রাচ্যের সাথে আমাদের ব্যবসা বেড়েছে এমন কিন্তু নয়, তারা পোশাকসহ অন্য অনেক পণ্য আমদানী করে এমন সব দেশ থেকে যাদের সাপ্তাহিক ছুটি রবিবার। সৌদি আরব গার্মেন্টস (জায়নামাজও) পণ্য আমদানি করে চীন, থাইল্যান্ড, তাইওয়ান থেকে যাদের সাপ্তাহিক ছুটি রবিবার। অন্যদিকে বাংলাদেশ রফতানি করে ইউরোপ-আমেরিকায় যেখানে সাপ্তাহিক ছুটি রবিবার।

অাবার সকল মুসলিম দেশে যে শুক্রবার সাপ্তাহিক ছুটি এমনটিও নয়। পাকিস্তান, আলবেনিয়া, আজারবাইজান, বেনিন, ব্রুনেই, ইন্দোনেশিয়া, লেবানন, মালয়শিয়া (কিছু রাজ্যে), মরক্কো, মোজাম্বিক, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, তিউনিশিয়া, তুরস্ক, জাম্বিয়া -এই দেশগুলোতে রবিবার ছুটি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন বলেন, সাপ্তাহিক ছুটি হওয়া উচিৎ রবিবার। এতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। তিনি বলেছেন, ধর্মের ভুল ব্যাখ্যার কারণে সপ্তাহ পাঁচ দিনের মধ্যে আটকে গেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশের মানুষও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শুক্রবার অফিস করে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

জিএমফাহিম বলেছেন: সেই সেক্ষেত্রে কি প্রতিটি সেক্টরের সাপ্তাহিক ছুটি শুক্রবার না করে যে যে সেক্টরগুলো বৈদেশিক সম্পর্কের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদের ক্ষেত্রেই শুধু রবিবার বন্ধ রাখলে কেমন হয়? প্রতিটি দেশেই সেক্টর ভিক্তির বন্ধের ভিন্নতা আমরা দেখি, আমাদের দেশেও ইতমধ্যে সেটা আছে। সাংবাদিকতা, মিডিয়াতে বন্ধ এক রকম হয়। আর ব্যাক্তি মালিকানাধিন প্রতিষ্ঠানও অনেক ক্ষেত্রে এই শুক্রবার-শনিবারের ছুটির চল অনেক ক্ষেত্রে কমই দেখা যায় ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

নিরাপদ দেশ চাই বলেছেন: ধর্মীয় কোন ব্যখ্যায় শুক্রবার সাপ্তাহিক ছুটি করা হয়েছে বোধগম্য নয়। শুক্রবারের জুম্মার নামাজ যদি কারন হিসেবে দেখানো হয় তবে বলব, ননমুসলিম দেশের মুসলিম অধিবাসীরা লাঞ্চ টাইমে অফিস থেকে বের হয়ে জুম্মার নামাজ আদায় করে।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

রক্তিম দিগন্ত বলেছেন:
সাপ্তাহিক ছুটির মূলত কাজে লাগে স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে। ব্যবসায়িক অ্যাফেয়ারে জড়িত থাকা প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি দূরে থাকুক, উৎসবেও ছুটি পাওয়া কঠিন। ধর্মীয় দিককে এখানে কটাক্ষ করা বেমানান হচ্ছে।

আর, ব্যবসায়িক ক্ষতি সাধিত হয় বেশির ভাগ ক্ষেত্রে কর্তৃপক্ষের অবহেলায়। তারা ঠিকভাবে দায়িত্ব পালন করে গেলে মনে হয় না শুক্রবার, রবিবার এসব খুব বড় ইফেক্ট ফেলবে।

সাপ্তাহিক ছুটির থেকে আমার মনে হয় কর্তৃপক্ষের নিষ্ঠাবান হওয়া বেশি জরুরী।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ‘কটাক্ষ’ কেইতে খুব মজা লাগে না? কটাক্ষ কই পাইলেন আপনে?

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরানা বিতর্ক। মাইনাস...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.