![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ক্ষুদ্র বলে আমাকে
ক্ষুদ্র ভাবো।
প্রাণ খুলতে পারতে যদি
খুঁজে পেতে মহাসমুদ্র।
ডাকো কেন
দুঃসাহসে মিছেমিছি?
কী করে মিলতে পারে
মহাসমুদ্র আবদ্ধ কুয়ায়?
যদি চাও প্লাবিত হও,
উব্দেল হয়ে
নিরাভারণে মিলাও।
তুমি বরং আমাতে
অস্তিত্বহীন হও, কখনো
এক অতি বর্ষাকালে।
পঙ্কিলতায় তুমি বিলীন,
তোমার সত্য তুমি দেখতে
কি পাও?
স্থবিরতায় তুমি মলিন।
স্বকীয়তা নয়,
সহস্রাব্দকালেও তুমি ঐ একই,
সংকীর্ণ, তুমি স্বরূপহীনা।
এসো,
আগামী বর্ষাতে বিলীন হও,
তোমার অগ্রগামীদের হারাও,
তৈরি হও, নতুন হও,
উব্দেল হয়ে নিরাভরণে
মহাসমুদ্রে মিলাও।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৩
ঋতো আহমেদ বলেছেন: খুব ভাল লেগেছে কবিতাটি ।