![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
নিকৃষ্ট এ সময়, তবু আমি তৃপ্ত-
জুতোর পাতলা হয়ে যাওয়া তল হতে
পিনটা খুলে আবার পথ চলি, ছন্দে-তালে-লক্ষ্যে।
সকালের ডিম সন্ধ্যেয়ও অক্ষত,
শিশুটিও তবে কি আমার পিছু নিয়েছে?
ডিম প্রিয় যার সেও এই আকালে সংযম শিখেছে,
জীবনের প্রথম বছর না পেরোতেই!
আমার প্রতিচ্ছবি দিগুণ হয়ে আমাকে ভোলায়;
ডিমটা রাতে ময়লার ঝুড়িতে আস্তানা পায়!
কত দুঃখ দিতে পারো তুমি?
সব ফিকে, তুমি যত, তোমরাও।
সন্ধ্যে হলে আলো ফোটে যখন দেখি
অক্লান্ত নারী ঝুড়ি মাথায় হাঁকে- লাগবে ছাই ...
লাগবে ছাই ... লাগবে ছাই ... লাগবে ছাই ...
২
গুটি গুটি পায়ে আমাকে এগিয়ে
যেতে হয়-
প্রথমে স্ত্রী, এরপর মাতা-পিতার
চোখ এড়িয়ে।
তোমার আসার কথা মধ্যরাতে;
লক্ষ্যে নিবিষ্ট হয়ে, সত্যে।
আজ রাতটুকু পূর্ণ হলে
ভোর থেকে আমাদের জীবনের জয়গান।
৩
কলম ছেড়ে
তোমার সন্মুখে প্রয়োজনে
ঢাল ধরতে আমার
লাগবে এক সেকেন্ড মাত্র।
তুমি যে চিৎকারে ধমকাও
ওর চেয়ে কোটিগুণ চিৎকার
প্রতিধ্বনি হয়ে বাজে রোজ আমার অন্তরে।
বের হলে শুধু শব্দ নিনাদে তুমি নিঃশ্বেস হবে!
৪
কিছু করতে চাওনি নিশ্চিত, শুধু পদ-পদবী;
একটু উপরে গিয়েছ ভেবেই পা উচিয়েছ!
দেখেছ কি তোমারও উপরে কতশত পা?
আরো বেশি তোমার নিচে হাসফাঁস করে,
ওরা চীন হতে কারাতে শেখেনি বলে
উল্টো হয়ে লাথি দিতে জানে না কষে।
আমি তো সর্ব নিচে, পশ্চাতে,
বেশ দূরে নীরাপদে।
দেখি তোমাকে, এবং তোমারও সামনে যারা।
উর্ধপানে চেয়ে ঈশ্বর সামলাই শুধু,
একটু হলেও তাতে মানুষ বাঁচে।
চোখে চোখে রাখি, কখনো ঘাড়ে
সওয়ার করি, টগবগ টগবগ নিয়ে ছুটি,
ছুটছি, অপেক্ষারত শুধু সময়ের;
টানছি সেই সময়টাকে, দক্ষ হাতে।
৫
ধেয়ে আসছে নতুন দেশ এক
এক চক্র ঘুর্ণন শেষে।
ঘুর্ণায়মান সভ্যতা কখনো
আধুনিক হয় না, হয় কি?
প্রযুক্তির কালে দ্রুত বৃত্ত
ঘুরে পড়তে হবে ঠিকই আবার
আদীমকালে।
আবার শুরু, নতুন করে-
নতুন ধর্ম, নতুন ঈশ্বর, নতুন সব।
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২২
রক্তিম দিগন্ত বলেছেন:
পাঁচটা পাঁচবারে পড়েছি।
ভাল লেগেছে সবগুলিই। +
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৫
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৬
কানিজ রিনা বলেছেন: কবিতা গুলর মুল্য যথার্তই কম হয়েছে।
আপনার তিন,চার কবিতার মুল্য অনেক
বেশী হওয়া উচিৎ বলে মনে হল।
ধন্যবাদ
৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রথমটা পড়েছি, ভালো লিখেছেন বলেই মনে হলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগা রেখে গেলাম।