| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

তোমার ঈশ্বরের বিরুদ্ধে লিখলে তুমি কোপায়ে দাও!
অহন তুমি আমার ঈশ্বর ভাইঙ্গে দিয়ে আমোদ করছ!
জানো কি তোমার প্রপিতামহ এই মন্দিরেরই পূজারী ছিল একদিন?
বলদামি ছাড়ো, আসো বন্ধু, চুক্তি করি-
তোমার ঈশ্বর বনাম আমার ঈশ্বর,
পারলে ওরা লড়ুক, দেখি পারে কিনা-
আসো ফাঁকা মাঠে ছাইড়া দিই, পারলে ওরা লড়ুক।
দেখি পারে কিনা-
আমরা কেনো মিছেমিছি মরি? এসো বাদাম কিনে
দুইজনে এক ঠোঙায় খাই, জীবনের গান গাই।
আজ থেকে চাপাতিখানা ঈশ্বরের হাতে তুলে দাও,
পারলে সে ধেয়ে আসুক, দেখি কেমন পারে, পারবে?
মূর্তি সে নিজেই ভাঙুক তোমার সর্বশক্তিমান, পারবে?
পারলে ঠেকাক আরেক অমনিপোটেন্ট, পারবে?
এসো আমরা এক ঠোঙায় বাদাম খাই, আর ওদের যুদ্ধ দেখি ...
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৩
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
২|
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: না হেসে পারলাম না।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: চমৎকার লিখেছেন কবি। শুভেচ্ছা রইলো।