![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু দাঁড়াও প্রিয়তমা, হৃদয় ঋজু করো, শোনো;
জীবনটা নয় তোমার তরে; চাই না তোমাকেও।
ভালবাসি সত্য; প্রতিশ্রুতি বলে একটু শুধু বেশি
যতটুকু ভালবাসি বনের কোলা ব্যাঙ, বাঘ।
নেই এর চেয়ে বেশি কিছু আয়োজন, চিরভাস্কর অর্জন,
শুধু একসাথে, একাগ্রে সাগরটা দিতে হবে পাড়ি।
সত্য বলেছি বহুবার, মৌনতায়-গানে-ভণিতায়।
যদি ভিন্ন ভাবো, মিছে কেন কষ্ট পাও?
তবু যদি দেখা হয় কোনো মোহনায়,
প্রকৃতি-প্রবৃত্তে আবার না হয় মুগ্ধ হব; এখন বিদায়!
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভালো হয়েছে।