![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[জিজ্ঞাসা]
রাত দুপুরে মন্দির জেগে উঠে কয়,
যুদ্ধ শেষে আজ একটু অবসর পাই,
ভাই মসজিদ, আসো, অভিসারে যাই।
মসজিদ কয়, সে কেমনে আর হয়,
তোমার সারা, আমার যে শুরু, যাই যাই
গির্জা দাঁড়িয়ে বাইরে আমার অপেক্ষায়।
মন্দির কয়, আমি কি তবে নিরূপায়!
এবার তবে প্যাগোডারে শুধাই।
প্যাগোডা কয়, ভাই মন্দির,
আমার তো এখন সময় নাই,
ব্যস্ত আমি, চীন ও বার্মা বানাই।
তপোবনে সংগম শেষে মন্দির এসে দেখে
জমিন আর তার নাই, মসজিদ হেসে কয়
কেন অভিমান করো, ভাই? চলো,
এবার তুমি-আমি কুয়াকাটা যাই।
গির্জা কয় তাই কি হয়? ভাই- ভাই-
উন্মাদ ভাই রক্তমেখে মরূতে লুটায়।
[নিরাকার মন্দির]
১
পূজোয় বসেছে কবি
নিরাকার মন্দিরে।
লাথি মেরে উল্টিয়ে দিয়েছি
অসভ্যের ভিক্ষার থালা,
মালিক এবার তোমার পালা।
২
আসবে নারী?
বসবে তুমি প্রার্থনায়?
মানুষ দেখতে চায়
ইশ্বরে কেমনে লুটায়।
৩
আষাঢ়ের গল্প শোনো,
সিনেমা দেখো, দেখো না?
ধর্মের কী দোষ বলো?
সমুদ্র পাড়ে তোমরা মাতো না?
তীর্থের কী দোষ বলো?
৪
তোমরা দুঃখ ভোলো সুরাপানে,
সুরারোপে, বেশ্যাগমনে।
নিরুপায়, নির্বোধ
আমি চেয়ে থাকি স্বর্গপানে।
[নই আমি শেষ কবি]
ফিরবা যদি নীড়ে ফের।
সে তো ‘৭১ নয়, নয় ’৪৭ বা ‘৫৭;
৭০০ ’ব্দ নয়, ১২০৪ ও নয়।
তোমার-আমার শুরু
সে তো বহুদূর বহুদূর!
যেতে পারবে পিছন ফিরে অতটা?
তার চেয়ে বরং সামনে হাঁটো,
পথেই যদি ফিরবা তবে
এখন করো শুরু,
পিছন ফিরে দেখতে হবে না
কে ছিল তোমার গুরু।
গুরুর গুরু গুরুর গুরু
এভাবে সত্যিই একসময়
মিলবে হয়ত শুধু গরু!
গরুর পিছনে ঘোড়া,
ঘোড়ার পিছনে কী?
ডাইনোসর বিশাল,
পৃথিবী তখন তোমার চেয়েও মাতাল।
সামনে যদি দেখতে না পাও কিছু
তোমার চেয়ে একটু আগে
মানতে পারো আমাকেও।
নবী শেষ হয়,
বলি না আমিই শেষ কবি।
তোমার সন্তানকে
অামার বইটি শুধু পড়তে বলো,
গাইতে বলো, লাগলে ভালো কইতে বলো;
এর বেশি নয়।
সময় ফুরালে ছুড়ে ফেলতে বলো।
নবী শেষ হয়,
বলি না আমিই শেষ কবি।
আজকে না হয় আমায় মানো,
মিথ্যা ছেড়ে সত্য জানো।
[উড়ে যাও, পাতাল ফুড়ে যাও]
রোহিঙ্গা,
রাঙ্গা পরি বুঝি ওরা?
উড়ে যায়,
পাতাল ফুড়ে যায়!
সাঁওতাল ওরা
বেসামাল, মাতাল?
উড়ে যায়,
পাতাল ফুড়ে যায়!
এ পারে মুসলামান
ও পারে বৌদ্ধ,
সংখ্যাগরিষ্ঠের মনুষ্যত্বে
তুমি এখনো সন্দিগ্ধ?
উড়ে যাও,
পাতাল ফুড়ে যাও
যদি বাঁচতে চাও।
২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ ।
সময় করে আমাকে একটা ই-মেল করবে...
[email protected]
৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ ।
সময় করে আমাকে একটা ই-মেল করবে...
[email protected]
৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনে হয় মন্দ লাগেনি। আমি আবার বোকা মানুষ কিনা, ঈঙ্গিত একটু কম বুঝি। সে জন্য কত্তজন আমায় নিয়ে তামাসা করেছে তার হিসেব নেই।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিছু মানুষ বুঝেনা, সব মানুষের রক্ত লাল। চামড়ার নীচে লুকিয়ে থাকে বলে হয়তো তারা সেটা বুঝেনা।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিছু মানুষ বুঝেনা, আঘাত পেলে সব মানুষ ব্যথা পায়, এতে সবার কষ্ট হয়। অবোধদের এ সব কথা বুঝাবে কে?
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৯
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: মত প্রকাশের স্বাধীনতাই আমি বিশ্বাসী। পাশাপাশি চারপাশের মানুষের অনুভূতিও আমার কাছে গুরুত্বপূর্ণ। এ দুইয়ের মধ্যে সমন্বয়ের চেষ্টা আমার লেখাতে সবসময়ই থাকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাবছি কি বলা যায়!