নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তম, আমাকে ভুলিয়ে রেখো না শুধু

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩১





প্রিয়তম,
আমাকে ভুলিয়ে রেখো না শুধু,
আমাকে দাও তোমার সবকিছু।
আলো, অন্ধকার, তুমি
তোমার সবকিছু আমাকে দাও।





প্রিয়তম,
ভুলতে পারি না কোনোমতে,
তোমার একাকী ও ছবি,
তুমি হাস্যোজ্জ্বল, মায়াবী-
পিছনে যেন কার ছায়া
আবছায়া হয়ে আমাকে কাঁদায়।





প্রিয়তম,
দিন চলে যায়, রাত চলে যায়,
শুধু আশায় আশায়।
আকাশও আমার সাথে হাসে,
অন্তর্যামী দুঃখে ভাসে।





প্রিয়তম, তবু তুমি আসো
তোমার প্রিয়জন সাথে নিয়ে।
দেখব তোমায়
যেমন দেখি আকাশটাকে সীমানায়।





প্রিয়তম, দুঃখ দেব না তোমায়,
শুধু কিছু সুখ নেব।
সরোবরে দু ফোটা দেব না
স্রোতে হারাতে।
কেবল কিছু কুড়িয়ে পাবো।



প্রিয়তম,
আমাকে ভুলিয়ে রেখো না শুধু,
আমাকে দাও তোমার সবকিছু।
আলো, অন্ধকার, তুমি
তোমার সবকিছু আমাকে দাও।





প্রিয়তম,
ভুলতে পারি না কোনোমতে,
তোমার একাকী ও ছবি,
তুমি হাস্যোজ্জ্বল, মায়াবী-
পিছনে যেন কার ছায়া
আবছায়া হয়ে আমাকে কাঁদায়।





প্রিয়তম,
দিন চলে যায়, রাত চলে যায়,
শুধু আশায় আশায়।
আকাশও আমার সাথে হাসে,
অন্তর্যামী দুঃখে ভাসে।





প্রিয়তম, তবু তুমি আসো
তোমার প্রিয়জন সাথে নিয়ে।
দেখব তোমায়
যেমন দেখি আকাশটাকে সীমানায়।





প্রিয়তম, দুঃখ দেব না তোমায়,
শুধু কিছু সুখ নেব।
সরোবরে দু ফোটা দেব না
স্রোতে হারাতে।
কেবল কিছু কুড়িয়ে পাবো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯

আহা রুবন বলেছেন: বেশ লাগল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.