নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

লজ্জা পাই মানুষের মনগড়া মনুষ্যত্বে

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৪



লজ্জা আছে আমার কিছু খলিশা মাছটার কাছেও।
কেটেকুটে রান্না করে খেয়েছি ওকে।
চুকচাক করে খাওয়ার সময়
কোলের শিশুকে বলেছি, “মজা না?”
লজ্জা আছে আমার শিশুকালের সেসব স্মৃতিতে।
ফুটফুটে লাল লাল ইুঁদুরের বাচ্চাগুলো
বদনায় পানি ভরে ডুবিয়ে মেরেছিলাম
অভিভাবকের নির্দেশে, উল্লাসে!
লজ্জা আমার ফসলের ক্ষেতের আগাছা তুলতে,
লজ্জা পাই প্রতি মুহূর্তে এতসব অপরাধ ভুলতে।
লজ্জায় লুকিয়ে মাথা নুইয়ে থাকি
দুগ্ধপোষ্য দড়িবাঁধা বঞ্চিত বাছুরের কাছে ।
লজ্জা পাই বলির পাঠায়, কোরবানীর গরুতে,
এভাবে মায়ের হাসিতে, শিশুর খুশিতে।
লজ্জা আছে কিছু আমার মানব জন্মে,
খুব লজ্জা পাই তোমাদের ধর্মাধর্মে।
লজ্জা পাই মানুষের মনগড়া মুনষ্যত্বে।
লজ্জা পাই ওরা ‍যখন ‍ভৃত্যে, লজ্জা পাই আমার সকল কর্তৃত্বে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.