![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
মাঝে মাঝে মনে হয়
আকাশ পানে চেয়ে
একটা পাখিকে ডেকে বলি একবার,
আর যে ভাল লাগে না কিছু।
প্রিয়তম, তোমাকে বলেছি কতবার
দেখ, আমি তোমার হতে পারি না মোটেও।
তুমি তো শুধু আলো,
বিষাদে আমি নিমগ্ন থাকি কিছু অন্ধকারেও।
২
নিরর্থক তো সবই, এক মুহূর্তও কি
জীবনের আসলে কিছু মানে হয়?
জীবনের চেয়ে মৃত্যুই কি বেশি অর্থপূর্ণ নয়?
৩
তবু কত নিয়ম বলো তোমরা রোজ!
আমি ভাবি মানুষ কত অসহায়!
হেথায়, সেথায়, অবশেষে কিছু না পায়।
যাক না মানুষ কোথায় যাবে,
যদি সে কিছু সুখ পায় পরকীয়ায়।
কিছুই কি তাতে তোমার হারাবে?
শূন্য থেকে কিছু কি কমতে পারে?
দুঃখ বাড়ে, সুখ বাড়ে, প্রত্যাশা বাড়ে
জীবনে সবই তো শুধু বাড়ে।
৪
ভালবেসে কিছু বুঝে নিতে নেই;
ঐটুকুই শুধু জীবন, যদি কখনো কেউ
আসে সুগভীর বিষাদে,
যদি ফিশফিশিয়ে সে বলে,
বলতে পারো কোথায় গেলে মুক্তি মেলে?
৫
নির্জনে, গভীর রাতে
আমাকে দেখে পলায়নরত ইঁদুরটাকে
ডেকে বলি, থাম!
তুমি কি কিছু ভালবাস তবে
নাকি শুধু পালিয়ে বাঁচ অভ্যাসে?
আমাকে কেন ভয় পাও ভুলে,
আমি তো আশরাফুল মাখলুকাত নই?
তোমার মত ফেরারি আমিও,
দূরে পাহাড়ে তারাদের দেশে
কেউ আমায় ভালবেসে ডেকেছে বলে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
দৃষ্টিসীমানা বলেছেন: আমাকে দেখে পলায়নরত ইঁদুরটাকে
ডেকে বলি থাম !
তুমি কিছু ভালবাস
নাকি পালিয়ে বাঁচ অভ্যাসে ?
সুন্দর লিখেছেন , অনেক ভাল লাগা রইল । শুভ কামনা ।