![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাছ আর পাখিদের মধ্যে জীবদের উদ্দেশ্য নিয়ে আলোচনা হচ্ছে।
সর্বসম্মতভাবে জীবনের উদ্দেশ্য ঠিক হল-
"নদী পার হওয়া।"
মুহূর্তের মধ্যে পাখি উড়ে নদী পার হয়ে ওপার চলে গেল।
যেহেতু মৎসকূল ক্ষমতায়, তাই পাখিদের বিজয়ী ঘোষণা করা হল না। বলা হল, সাঁতরে নদী পার হতে হবে।
প্রতিবাদী এক পাখি চিৎকার করে বলল,
জীবনের উদ্দেশ্য কি তাহলে নদী পার হওয়া, নাকি সাঁতরে নদী পার হওয়া?
শাসক মৎস্যকুল এবার ফিসফিস করে বলল,
জীবনের উদ্দেশ্য, যেকোনো মূল্যে তোকে হারানো।
২| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫
হাফিজ বিন শামসী বলেছেন:
সুন্দর উপলব্ধি। ভাল থাকুন।
৩| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭
মাঝিবাড়ি বলেছেন: হাহাহা
উপভোগ্য!!!
৪| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৪
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: শাসক মৎস্যকুল এবার ফিসফিস করে বলল,
জীবনের উদ্দেশ্য, যেকোনো মূল্যে তোকে হারানো।
---প্রতিকী গল্পে সুন্দর উদাহরণ।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯
শাহারিয়ার ইমন বলেছেন: জীবনের উদ্দেশ্য, যেকোনো মূল্যে তোকে হারানো।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাল লাগল..............