![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু’জন মাঝির মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। নির্ধারিত হল উভয়কে ত্রিশ কিলোমিটার দুরত্ব অতিক্রম করতে হবে স্ব স্ব অবস্থান থেকে।
এই মুহূর্তে একজন একটি নৌকা নিয়ে আছে সদরঘাট, ছোট্ট নৌকাটিতে বিশমণ মাল বোঝাই, এবং সে আছে উজানে।
অন্যজন আছে নারায়নগঞ্জ একটি খালি নৌকা নিয়ে ভাটায়। সকাল দশটায় প্রতিযোগিতা শুরু হল।
বিচারকেরা আছে সদরঘাট এবং নারায়নগঞ্জের মাঝামঝি একটি জায়গায়। ঘণ্টাখানেকের মধ্যে নারায়নগঞ্জের মাঝি পৌঁছে গিয়ে জয়লাভ করেছে। সদরঘাটের মাঝিও প্রায় পৌঁচেছে।
পত্রিকায় শিরোণাম হয়েছে- নারায়নগঞ্জের মাঝি সবুর আলী সদরঘাটের মাঝি আক্কাস আলীকে হারিয়ে বিশেষ নৌকা বাওয়া প্রতিযোগিতায় জয়লাভ করেছে।
চায়ের দোকানের আড্ডায় আজকে আলোচনার বিষয়বস্তু, সবুর আলী জয়লাভ করেছে। আক্কাস আলী হেরে গিয়েছে।
একশো বছর পর স্কুলে ইতিহাস বইতে পড়ানো হচ্ছে, “সবুর আলী বিশেষ নৌকা বাওয়া প্রতিযোগিতায় জয়লাভ করেছিল আক্কাস আলীকে হারিয়ে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।”
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৭
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: নাকি আপনার উপলব্ধি বেড়েছে।
২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঝাইড়া কাশেন...
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৭
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: এন্টিবায়েটিক চলতেছে।
৩| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: উদ্দেশ্যটা ধোঁয়াশে।ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
বছরের সেরা পোস্ট, আপনার বুদ্ধি বেড়ে গেছে হঠাৎ করে।