![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
তোমার জন্য ভ্রম বাড়ে,
তোমার জন্য শ্রম বাড়ে,
তবু ভালোবাসি অভ্যাসে।
২
পরিণীতা ঘুমায় নিঃসংকোচে,
যখন আমি পীড়িত তোমায় ভালোবেসে!
৩
সে কি হারায় কিছু?
তোমার উপস্থিতি শুধু আমায় ঠকায়।
৪
একদিন আমিও গিয়েছিলাম জঙ্গলে,
দেখে এসেছি,
সেখানে সত্যিই পশুরা থাকে।
মানুষ এক প্রকার, পশুরা বিভিন্ন নামে।
ওদের চিনে নিয়েছি, তোমায় চিনি না যে!
৫
দাঁড়িয়ে আছে সেও তোমার মত একই সুরে,
আমি তো শ্রোতা, সমজদার মাত্র,
তাই তো শিল্পী খুঁজি ভিন্ন নামে।
৬
শুদ্ধাচারে সে সেজেছে,
পরিণীতা সন্ধ্যা প্রদীপ জ্বেলেছে
দুষ্ট নাশে, আমার কুশল আশে।
৭
অবশেষে
সততার সুযোগ খুঁজি
সত্যের অজুহাতে।
প্রমাণ মেলে হাতে হাতে।
৮
পৃথিবীতে পুরুষ যত
জ্ঞানী-গুণী-মহাজন,
সবাই ওরা আমারও স্বজন।
বর্বরেরা শুধু বিপরীতে, ওৎ পেতে।
নিষ্পাপ কেউ জন্মেনি আজও।
৯
সাম্যবাদী হতে
তাঁর কানে কানে বুঝিয়ে বলি,
পরিণীতা প্রেম বোঝে, পুরুষ বোঝে না।
১০
বিস্ময়ে অামি শুনি,
সে যখন বলে,
পুরুষ বুঝি তাই প্রেম খুঁজি না।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: আপনি সম্ভবত কবিতাটি বুঝতে পারেননি। ধন্যবাদ।
২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাম্যবাদী হতে
তাঁর কানে কানে বুঝিয়ে বলি,
পরিণীতা প্রেম বোঝে, পুরুষ বোঝে না।
বিস্ময়ে অামি শুনি,
সে যখন বলে,
পুরুষ বুঝি তাই প্রেম খুঁজি না
দারুন। ভাল লাগা ++++
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৭
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: উৎসাহিত হলাম।
৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার অনেকদিন পরে ।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৭
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১১
ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর হয়েছে!!
১৫ ই জুলাই, ২০১৭ ভোর ৪:৫৬
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
স্ত্রীর উপর আস্হা রাখুন, ওরা প্রকৃতির মা