![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
ধার ধারি না,
ধারবও না।
তুমি মহিয়শী থাকো,
আমি ও স্বর্গ চিনি।
২
বুঝতে যদি না পারো অন্ধ হও,
আঁকড়ে ধরো, ভালোবেসে।
৩
লুকাও অনিবার্য সত্য কিছু,
শুধু প্রেমটুকু প্রকাশিত থাক।
৪।
যত তারা দেখেছি দূর আকাশে অালোকিত,
আমার ভেবেছি তো ঠিকই সব,
আছড়ে পড়েছে কি কোনোদিন একটিও?
৫।
ষাঁড়টি বলল আমায়,
তুমি মানুষ, কী সুন্দর তুমি!
বললাম, তুমিও একদিন মানুষ হবে জানি।
৬।
ঘর্মাক্ত রিক্সালার হাত থেকে
পাঁচ টাকা ফেরৎ নিতে পারিনি কোনোদিন।
তোমাদের বলেছি, ঘামে ভেজা টাকা ধরতে ঘৃণা লাগে আমার।
৭।
শিশুটির এক পা নেই, তবু শুধু হাসে!
সে শিশু বলে?
৮।
দিনের আলো নিভে গেল,
ওরা গেল না তবু।
ওদের যে নেই কোনো ভিন্নদেশ!
৯।
এত প্রাণ পেরিয়ে
যে মানুষ, ভুলতে কি পারে সে কোনো জীবন?
শুধু ভালোবাসাটুকু অটুট থাক।
১০।
গাছেদের জীবন জানো?
সবাই ওরা আপনজন।
©somewhere in net ltd.