![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
নোঙ্গর ফেলেছি তোমাতে
একটু জিরিয়ে নেব ভেবে।
ডুবে যাচ্ছে নোঙ্গর, ডুবে যাচ্ছি আমি!
এত অতল তুমি?
২
আমি জানি না
এ হৃদস্পন্দনের কোনো মূল্য আছে কিনা,
তুমি কি জানো? মূল্য দেবে কি কিছু আমায় শেষে?
৩
তুমি কি জানো
কত রাত নির্ঘুম কাটে তোমায় পাব ভেবে?
নির্ঘুম, তবু জেগে উঠতে হয় ঘোর ভেঙ্গে!
তুমি কি জানো? কখনো কি তোমায় পাবো?
৪
তুমি দেখনি তোমাকে আমি দেখেছি যত,
তুমি দেখনি তোমাকে আমার মত।
পায়নি তোমকে কেউ তেমন, আমি যদি পাই,
তুমি নাই, তবু তুমি আমাতে এতটুকু নাই!
৫
প্রিয়তম, আমি তো বড় হচ্ছি ঠিকই,
তুমি যে বুড়ো হচ্ছ!
তুমি ফুরিয়ে যাবে নাতো
যখন আমি তোমার যোগ্য হব?
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০৬
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ। জীবনটা তো সত্যি বৈপরিত্যে ভরা।
২| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: এত অতল তুমি?............ প্রেমের, সম্পর্কের আসল রূপ তো ওটাই।
ভাল লেগেছে।
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০৭
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:১২
জাহিদ অনিক বলেছেন: নোঙ্গর ফেলেছি তোমাতে
একটু জিরিয়ে নেব ভেবে। -- জিরিয়ে নিয়ে কি নোঙ্গর তুলে আবার পথ পাড়ি দিবেন ? অন্য কোথাও নোঙ্গর গাড়বেন বলে?
তুমি ফুরিয়ে যাবে নাতো
যখন আমি তোমার যোগ্য হব?-- উপরের লাইনের সাথে সাংঘর্ষিক না ?
ভাল লেগেছে সর্বোপরি।