![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***
বন্যার পানিতে
একলা ডুবে যাওয়া বৃদ্ধের মত,
শোকের গরম খিচুড়ীর ডেকে
ছিটকে পড়া ক্ষুধার্ত শিশুর মত,
আমারও কিছু বোবা কান্না আছে;
শুনতে পাই আমি অহর্নিশি তা।
***
কত প্রেম যে ফুরিয়েছে
দূরত্ব মেনে নিয়ে অবেলায়!
তবু ভালোবাসাটুকু তোমাকে ভোলে না।
***
সবই আছে, সবাই আছে;
আমি যেন হারিয়ে থাকি শুধু!
***
মহাকাশ,
তবু সে একলা থাকে দূরে
মহাশূন্য হয়ে!
২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫২
নুর ইসলাম রফিক বলেছেন: বন্যার পানিতে
একলা ডুবে যাওয়া বৃদ্ধের মত,
শোকের গরম খিচুড়ীর ডেকে
ছিটকে পড়া ক্ষুধার্ত শিশুর মত,
আমারও কিছু বোবা কান্না আছে;
শুনতে পাই আমি অহর্নিশি তা।
দারুন বলেছেন দাদা কথামালার ছন্দে।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮
চাঁদগাজী বলেছেন:
ছবিটি সরায়ে ফেলুন, এ ধরণের ছবি দেয়া ঠিক নয়।